কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা আজ

কুমিল্লার চৌদ্দগ্রামে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় জামায়াতের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সরব উপস্থিতি দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই মাঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক জমায়েত হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং ডাকসুর ভিপি সাদেক কায়েম।

এর আগে গতকাল শুক্রবার জামায়াতের আমির কুমিল্লায় একাধিক নির্বাচনি কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যা ৬টায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি কুমিল্লা টাউন হল মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেন।

লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে জনসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত ছিলেন। 

টাউন হল মাঠের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, ডাকসুর ভিপি সাদেক কায়েম এবং জামায়াতের কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন। জনসভাটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবর রহমান।

জনসভা শেষে কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনে জামায়াত ও জোটসঙ্গীদের মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামায়াতের আমির। পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে আজাদি, আর না ভোট দেওয়া মানে গোলামি। আমাদের আজাদির জন্যই হ্যাঁ ভোট দিতে হবে।” একই সঙ্গে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বানও জানান তিনি।

টাউন হলের জনসভায় কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়। এছাড়া কুমিল্লা-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে ভোটারদের সমর্থন কামনা করা হয়।

চৌদ্দগ্রামের জনসভা শেষে কুমিল্লার আরও কয়েকটি উপজেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতের আমির কুমিল্লা ত্যাগ করবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতকে রাশিয়ার পরিবর্তে অন্য দেশ থেকে তেল কেনার প্রস্তাব ট্রাম্পের Jan 31, 2026
img
নেইমারের সঙ্গে করা ‘অভিনব চুক্তি’ ফাঁস করলেন ইয়ামাল Jan 31, 2026
img
কোনও পুরুষের কখনোই স্ত্রীর সঙ্গে চিৎকার করে কথা বলা উচিত নয়: রানি মুখার্জি Jan 31, 2026
img
নির্বাচনী প্রচারণা ঘিরে ভোলায় বিএনপি ও জামায়াত সংঘর্ষে আহত ১০ Jan 31, 2026
img
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি ও শ্রমিক দলের ৬ নেতা বহিষ্কার Jan 31, 2026
img
ছিনতাইকারী ভাড়া করে ভায়রার টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩ Jan 31, 2026
img
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ: হাবিব Jan 31, 2026
img
খুব বিপদে আছি : নাসীরুদ্দীন পাটওয়ারী Jan 31, 2026
img
দাম কমে দেশে কত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? Jan 31, 2026
বিষাক্ত ইন্ডাস্ট্রি থেকে মুক্তি, অরিজিতের সিদ্ধান্ত Jan 31, 2026
“প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করবে এমন এমপি চাই Jan 31, 2026
img
দেশের সংকট উত্তরণে তারেক রহমানের বিকল্প নেই: মিন্টু Jan 31, 2026
img
চীনের সঙ্গে সম্পর্ক না রাখাটা ‘বোকামি’: ব্রিটিশ প্রধানমন্ত্রী Jan 31, 2026
img
ডিআর কঙ্গোতে খনি ধসে ২ শতাধিক নিহত Jan 31, 2026
img
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল ৫ জনের Jan 31, 2026
img
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রেমিককে তৃপ্তির খোলামেলা পোস্ট! Jan 31, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, চতুর্থ অবস্থানে রাজধানী ঢাকা Jan 31, 2026
img
আগামীতে অপরাধ করলে প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টও ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান Jan 31, 2026
img
মিশরে আজহারীর আগমনে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা Jan 31, 2026
img
আমি একটু রাগি মানুষ, রাগি না হলে এদেশে কাম করণ যায় না: রুমিন ফারহানা Jan 31, 2026