সেই বিধ্বস্ত বিমানে মারা গেলেন পাকিস্তানি মডেল জারা আবিদ

পাকিস্তানি জনপ্রিয় মডেল জারা আবিদ। শুক্রবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই বিধ্বস্ত বিমানটিতেই ছিলেন তিনি। কে জানতো সেই বিমানে নিহতদের মধ্যে একজন তিনি।

শনিবার সকালে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শুক্রবার বিধ্বস্ত বিমানটিতেই নিহত হন জারা আবিদ।

এদিকে শুক্রবার পিআইএ-র বিমান ভেঙে পড়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। সেই গুঞ্জনে উঠে আসে বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ছিলেন জারা আবিদ!

একই গুঞ্জন বাজতে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও। টুইটার জুড়ে শুরু হয় জোর শোরগোল।

তবে শুক্রবার দিবাগত রাতে পাক সাংবাদিক জেইন খান ওই খবরে সিলমোহর বসান। তিনি টুইট করে জানান, পাক এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।

এদিকে পাকিস্তানে বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকস্তব্ধ বলিউডও। অনিল কাপুর থেকে শুরু করে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানাতে শুরু করেন মৃতদের পরিবারের প্রতি।

অনেকেই মন্তব্য করেন, করাচি বিমানবন্দরে অবতরণের আগে ৯৯ জন যাত্রী নিয়ে যেভাবে বিমানটি ভেঙে পড়ে, তা অত্যন্ত দুঃখজনক।

 

টাইমস/জেকে

Share this news on: