দরপতন দেশের দুই পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার দেশের দুই পুঁজিবাজারে দরপতন হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
সূচকের সঙ্গে কমেছে লেনলেনও।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪০ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৩৬ পয়েন্টের বেশি।

দেখা যায়, সোমবার ডিএসইতে ৫১৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ১ লাখ টাকা কম।

সিএসইতে ২৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৬ পয়েন্টে।

Share this news on: