সপরিবারে করোনায় আক্রান্ত সিলেট সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের আক্রান্তদের মধ্যে তার বাবা (৭৯), মা (৭৫), স্ত্রী (৪৫) ও সাত মাসের ছেলেসন্তান রয়েছেন।

এ বিষয়ে জাহিদুল ইসলাম জানান, আমার বাবা কদিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ার পর তাকে নিয়ে আমি নিজে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করাই। গত শনিবার থেকে আমিসহ পরিবারের সদস্যদেরও উপসর্গ দেখা দেয়। রোববার আমি, মা, আমার স্ত্রী ও সাত মাসের ছেলেরে নমুনা পরীক্ষা করাই। সবারই কোভিড শনাক্ত হয়। বর্তমানে আমি ও আমার বাবা হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। পরিবারের অন্য সদস্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এর আগে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান, সিটি করপোরেশেনর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ও মেয়রের বাসার এক নিরাপত্তাকর্মীর কোভিড শনাক্ত হয়। ইতিমধ্যে তারা সুস্থ হয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানিয়েছেন, রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে ৭৫ জনের। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হল ৭ হাজার ৪৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৩০ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৪১৭ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ১২২ জন, মৌলভীবাজার জেলায় ৯১৯ জন।

আক্রান্তদের মধ্যে বিভাগে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮১ জন। সিলেট জেলায় ৯৯৫ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৬৮ জন, হবিগঞ্জ জেলায় ৬০১ জন, মৌলভীবাজার জেলায় ৫১৭ জন সুস্থ হয়েছেন।

বিভাগে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৫ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০১ জন, সুনামগঞ্জ জেলায় ১৪ জন, হবিগঞ্জ জেলায় ১০ জন ও মৌলভীবাজার জেলায় ১০ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ