‘নির্বাচন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা অর্থনীত ও গণতন্ত্রের জন্য ইতিবাচক। তাই নির্বাচন ঘিরে পুঁজিবাজার বা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, ব্যাংক খাতে কিছু অসুবিধা আছে, এ বিষয়ে একটি রোডম্যাপ দেয়া হবে। খুব শিগগিরই এর সমাধানও হয়ে যাবে।

মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিও অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি-বাবদ প্রাপ্ত টাকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কমিশনের চেয়ারম্যান খায়রুল হক ফি-বাবদ প্রাপ্ত ৫৭ কোটি ৫৩ লাখ ২৫ হাজার টাকা (সরকারি অংশ) অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

Share this news on: