ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি

৯ ফেব্রুয়ারি শনিবার ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানান জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস।

জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় প্রতি বছর দু’বার ৬-১১ মাস বয়সী শিশুকে নীল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।

এর আগে ডিসেম্বর মাসে এই ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বার্ষিক পরীক্ষা, জাতীয় নির্বাচনসহ নানা কারণে তা পিছিয়ে যায়। পরে ১৯ জানুয়ারি এই ক্যাম্পেইনের তারিখ ঠিক করা হয়। কিন্তু সেবারও শেষ মুহূর্তে স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে দেয়।

এবার সারা দেশে প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে বলে জানান ডা. মোহাম্মদ ইউনুস।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: