বাস পুড়ানোর দায় এড়াতে মুখোশে মুখ ঢেকেছে বিএনপি : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুখচ্ছবি কখনও মুখোশ দিয়ে ঢাকা যায় না। কথামালার চাতুরী দিয়ে সব ভুলিয়ে রাখা যায় না। ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে আগুন দেয়ার অভিযোগ অস্বীকার করায় বিএনপির উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

রোববার সকালে কক্সবাজারে বাংলাদেশ নৌবাহিনীর শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি বাসভবন থেকে সেতুমন্ত্রী অনুষ্ঠানে যুক্ত হন।

এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে কোনো নির্বাচনে পরাজিত হলেই সরকার এবং নির্বাচন কমিশনের ওপর দোষ চাপায়। আর জয়ী হলে বলে সরকার হস্তক্ষেপ না করলে তারা আরও বেশি ভোট পেতো।

সেতুমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যে দলগত ভূমিকা জনগণ প্রত্যাশা করে, তা থেকে বিএনপি অনেক দূরে।

এসময় কক্সবাজারের মেরিন ড্রাইভ সম্পর্কে তিনি বলেন, ৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ পুরো কক্সবাজারের সুনীল সমুদ্রের সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে দিয়েছে। মেরিন ড্রাইভকে আরও সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে সরকার।

 

টাইমস/এসএন 

Share this news on: