ইরান আতঙ্কে পারস্য উপসাগরে রণতরী সরাবে না যুক্তরাষ্ট্র

ইরানের হামলার আতঙ্কে পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। রণতরী ইউএসএস নিমিটজকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েও শেষ মুহুর্তে তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে বিমানবাহী রণতরী ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে রণতরী নিমিটজ আগের মতই বহাল থাকছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার সি মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হুমকি বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্র। যে কারণে বিমানবাহী রণতরী নিমিটজকে আগের জায়গায় মোতায়েন রাখা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: