‘ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের বিরোধ মিটে গেছে’

বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের বিরোধ মিটে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে নিজ দফতরে উভয় পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ইজতেমা ও পরিচালনা পদ্ধতি নিয়ে তাবলিগ জামাতের মধ্যকার বিরোধ মিটে গেছে। উভয়পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই ইজতেমার পূর্বনির্ধারিত বিষয় ঠিক আছে।

তবে মোনাজাত পরিচালনা কে করবেন এবং মাওলানা সাদ ইজতেমার ময়দানে হাজির থাকবেন কিনা, তা ধর্মপ্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে উভয় পক্ষ ঠিক করে নেবেন বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে উভয়পক্ষের সঙ্গে বৈঠক করে আগামী ১৫, ১৬, ১৮ ফেব্রুয়ারি ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়।

তবে ইজতেমায় নামাজের ইমামতি, মুনাজাত পরিচালনা ও মাওলানা সাদের উপস্থিতি নিয়ে উভয়পক্ষ ঐকমত্যে আসতে পারেনি। এরই প্রেক্ষিতে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাবলিগ জামাতের বৃহত্তম জামাতটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়। এখানে সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। সেই কারণেই সরকারের একটা বিরাট দায়িত্ব ও কর্তৃব্য রয়েছে এ ইজতেমাকে কেন্দ্র করে।

তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিত যাতে স্বাভাবিক থাকে, মুসল্লিদের যাতে কোনো অসুবিধা না হয় এ কারণেই সব বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। উভয়পক্ষই শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করার বিষয়ে একমত পোষণ করেছে। আশা করছে আর কোনো সমস্যা হবে না।

 

টাইমস/এক্স

Share this news on: