পরীক্ষার দাবিতে আমরণ অনশনে জাবির দুই শিক্ষার্থী

তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন অন্যান্য শিক্ষার্থীরা।

অনশনকারী দুই শিক্ষার্থী হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের নাঈম শেখ এবং প্রাণিবিদ্যা বিভাগের নুর হোসাইন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

অনশনরত শিক্ষার্থী নুর হোসাইন গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চার বছর পার হয়ে গেল। এখনও তৃতীয়বর্ষ শেষ করতে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার স্মারকলিপি দিয়েছি, তারা কোনও ভ্রুক্ষেপ করেনি। বাধ্য হয়ে অনশনে বসেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার গণমাধ্যমকে বলেন, কীভাবে পরীক্ষা নেওয়া যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল কমিটির প্রধান হিসেবে গতকালও আমি বৈঠক করেছি। খুব দ্রুতই হয়তো পরীক্ষার হলে আমরা ফিরতে পারব। তবে তার আগে বিকল্প পদ্ধতি নিয়ে চিন্তা-ভাবনা চলছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ