“যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় সে হয় দেবতা, নয় পশু”

প্রাচীন গ্রিসের প্রভাবশালী তিন দার্শনিকের একজন অ্যারিস্টটল। তাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালে থারেস উপকূলবর্তী স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে তিনি জন্মগ্রহণ করেন।

অ্যারিস্টটল অনেক বিষয় নিয়ে লেখালেখি করেছেন। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে আছে—পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নৈতিকতা, নৃতাত্ত্বিক, কবিতা, থিয়েটার, সংগীত, অলংকারশাস্ত্র, ভাষাতত্ত্ব, রাজনীতি ও সরকার।

তাঁর বিখ্যাত গ্রন্থ পলিটিকসে সমাজ ও সরকারের ওপর মানুষের আচরণ তুলে ধরেছেন। তিনি খ্রিষ্টপূর্ব ৩২২ সালের ৭ মার্চ ক্যালসিসে মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি-

“যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় সে হয় দেবতা, নয় পশু।”

 

টাইমস/এনজে

 

Share this news on: