দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু পায়রা সেতু, দেখুন ভিডিওতে

দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু পায়রা সেতু, দেখুন ভিডিওতে 
নির্মাণ শেষ হয়েছে দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু হিসেবে খ্যাত পায়রা সেতু। চলতি মাসেই যে কোনো দিন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সাগরকন্যা কুয়াকাটার পর্যটন সম্ভাবনা মাথায় রেখে সেতুটি নান্দনিক রূপে গড়ে তোলা হয়েছে। এটি চালু হলে কুয়াকাটা ও পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে রাজধানী ঢাকার ফেরিমুক্ত যোগাযোগ স্থাপিত হবে।

এটি বাংলাদেশের দ্বিতীয় কোন সেতু যেখানে ক্যাবলের মাধ্যমে সেতুর সংযোগ ঘটানো হয়েছে।
এর মাধ্যমে ঢাকা থেকে সরাসরি সড়ক পথে দেশের দক্ষিণের পায়রা সমুদ্র বন্দর ও কুয়াকাটা সমুদ্র সৈকতে যাওয়া যাবে।

সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে এক হাজার তিনশো সাতচল্লিশ কোটি টাকা। একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছে। কুয়েত-ওপেক ফান্ড এবং বাংলাদেশ সরকার যৌথভাবে অর্থায়ন করেছে।

 

Share this news on: