প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে সিইও জুবায়ের সিদ্দিককে খুলনা শহর থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেয়া তথ্যে আদিয়ান মার্টের চুয়াডাঙ্গা কার্যালয় থেকে ম্যানেজার মিনারুল ইসলাম, সিইও এর বাবা আবু বকর সিদ্দিক ও ছোট ভাই রতন সিদ্দিককে রাতে গ্রেপ্তার করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর থানায় তাদের বিরুদ্ধে ২৮ লাখ টাকার প্রতারণা মামলা করা হয়।