পুঁজিবাজারে বেশকিছু ভালো কোম্পানি তালিকা-ভুক্তির আশা -বিএসইসি চেয়ারম্যান

চলতি বছরে পুঁজিবাজারে বেশকিছু ভালো কোম্পানি তালিকাভুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান। এ জন্য কমিশন পরিবেশ তৈরি করছে বলে জানান তিনি, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সাথে মতবিনিময়ে বিএসইসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন। 

দেশের দুই স্টক একচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা সাড়ে ৩শর বেশি। তবে এখানে ভালো মানের কোম্পানির সংখ্যা হাতে গোনা। অনেক বহুজাতিক কোম্পানি আছে, যারা ভালো ব্যবসা করলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। ভালো কোম্পানি না থাকায় আস্থাহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা। সেই সাথে স্বল্প মূলধনী কোম্পানিতে বাড়ছে কারসাজির সুযোগ।

বিদেশি বিনিয়োগ আনতে এরই মধ্যে বেশ কয়েকটি দেশে রোডশো করেছে বিএসইসি। যার ইতিবাচক ফল আসতে শুরু করেছে বলে জানিয়েছে চেয়ারম্যান।

Share this news on: