৩৬ টাকা কেজিতে ৬ লাখ টন চাল কিনবে সরকার

চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ আমন চাল সংগ্রহ করবে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে ছয় লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে।

রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এ বছর আমন চালের সংগ্রহ সন্তোষজনক হলে আরও দুই বা তিন লাখ টন চাল সংগ্রহ করা হতে পারে।

কামরুল বলেন, এবার আমন চালের উৎপাদন খরচ পড়েছে সাড়ে ৩৪ টাকা। বাজার পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি গুদামে চাল ও গমসহ ১২ লাখ ১৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে ৯ লাখ ৬৮ হাজার মেট্রিক টন চাল।

Share this news on:

সর্বশেষ