ইন্টারন্যাশনাল ট্রেডে মাস্টার্স কোর্স চালু করতে যাচ্ছে বিএফটিআই

ইন্টারন্যাশনাল ট্রেডের উপর মাস্টার্স কোর্স চালু করতে যাচ্ছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)

রোববার দুপুরে বিএফটিআই’র বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী ও বিএফটিআই’র বোর্ড চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

সভায় বিগত বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।

আধুনিক বিশ্ব-বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের উপযুক্ত করতে প্রশিক্ষণ, সেমিনার, মতবিনিময় সভা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে বিএফটিআই।

Share this news on: