শাবিতে শুক্রবার থেকে ৯ দিনব্যাপী ‘জাতীয় নাট্যোৎসব’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নয় দিনব্যাপী ‘জাতীয় নাট্যোৎসব’। বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’ এর ২০ বছর পূর্তি উপলক্ষে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৯দিন ব্যাপী এই নাট্যোৎসব শুরু হবে বলে জানিয়েছেন উৎসবের আহ্বায়ক মো. মোতাব্বির হোসেন সাব্বির।

মো. মোতাব্বির হোসেন সাব্বির জানান, ৬ষ্ঠ বারের মত ৮ মার্চ থেকে ৯ দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই নাট্যোৎসবটি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদ্য সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। চিফ প্যাট্রন হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: