দেশে দেশে উৎসব, পজিটিভ রিভিউ শাহরুখের পাঠানের

২১ ডিসেম্বর, ২০১৮ থেকে ২৫ জানুয়ারি, ২০২৩; পাক্কা ৪৯ মাস পর নিজের সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এর মাঝে কয়েকটি ছবিতে অতিথি পাখির মতো উঁকি দিয়েছেন বটে। কিন্তু ঝড়ো বৃষ্টির স্বাদ কি কুয়াশায় মেটে!
 
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দীর্ঘ অপেক্ষায় ইতিরেখা টানলেন এসআরকে। বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশের ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার ছবি ‘পাঠান’। এই ছবি ঘিরে আগ্রহ, উন্মাদনা, আলোচনা, বিতর্ক, সমালোচনা সবই চরম পর্যায়ে এখন। তাই বক্স অফিসে যে বড়সড় ধামাকা হতে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত।
 
মুক্তির পর থেকে চারদিক থেকে ‘পাঠান’র ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। এমনকি বলিউডের তারকারাও পর্যন্ত ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য কাকডাকা ভোরে ছুটেছেন সিনেমা হলে। বেরিয়ে এসে জানিয়েছেন প্রতিক্রিয়া। বিস্ময়কর বিষয় হলো, ‘পাঠান’ শো বাতিল করার খবরও মিলছে কিছু অঞ্চল থেকে। তবে সে বিষয়ে যাওয়ার আগে, ছবিটি দেখে তারকা ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া কেমন ছিল, সেটি জানা জরুরি।
 
‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ বলেন, ‘শাহরুখ খানকে এত সুন্দর আগে কখনও লাগেনি। তাকে দেখার জন্যই এসেছি, আর মন ভরে গেছে। ভয়ংকর অ্যাকশন সিনেমা। আর কী বডি বানিয়েছেন শাহরুখ! এরকম চরিত্রে প্রথম দেখলাম তাকে।’
 
‘পাঠান’কে ৫-এর মধ্যে সাড়ে ৩ রেটিং দিয়েছে পিঙ্কভিলা। বলিউডভিত্তিক এই পোর্টালের রিভিউতে বলা হয়েছে, ‘ব্লকবাস্টার হিট হওয়ার জন্য সব উপাদান রয়েছে ছবিটিতে। অ্যাকশন, থ্রিল, আবেগ ও নাটকীয়তার উপযুক্ত সমন্বয় করা হয়েছে। যে দৃশ্যে শাহরুখ খানকে পরিচয় করানো হয়েছে, বলা বাহুল্য এটা তার ক্যারিয়ারের সেরা! ভারতীয় সিনেমার সত্যিকার অর্থের সুপারস্টার রূপে দেখানো হয়েছে।’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ‘পাঠান’কে দেওয়া হয়েছে ৩/৫ রেটিং। রিভিউতে বলা হয়েছে, “বলিউড ফিরে এসেছে, শাহরুখ খান ফিরে এসেছেন। স্পাই ঘরানার হিন্দি সিনেমায় ‘পাঠান’ ভিন্নমাত্রা যোগ করলো। বিরতিহীন অ্যাকশন, ঝলমলে কেন্দ্রীয় চরিত্র, আবেগ; একটি অ্যাকশন সিনেমায় যা দরকার, সবই আছে।’’


বলিউডের সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ ‘পাঠান’কে ৪.৫/৫ রেটিং দিয়েছেন। তার প্রতিক্রিয়া, ‘একশব্দে বললে- ব্লকবাস্টার। ছবিটিতে সব আছে, তারকাশক্তি, স্টাইল, বিশালতা, গান, ইমোশন, চমক এবং অবশ্যই শাহরুখ খানের প্রত্যাবর্তন। ২০২৩ সালের প্রথম ব্লকবাস্টার।’


বিশ্লেষক সুমিত কাদেলও ছবিটিকে ৪.৫/৫ রেটিং দিয়েছেন। তার মতে, ছবির নির্মাণ, চিত্রনাট্য, কোরিওগ্রাফি, সংলাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অভিনয় সবই দুর্দান্ত। শেষ ২০ মিনিট এবং সালমান খানের ক্যামিও দর্শকের মনে ঝড় তুলে দিয়েছে। 

পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। যিনি এর আগে অ্যাকশন ফিল্ম ‘ওয়ার’ বানিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। এই ছবিতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। খলনায়ক হিসেবে আছেন জন আব্রাহাম। এছাড়াও আছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া এবং অতিথি চরিত্রে সালমান খান। ২৫০ কোটি রুপি বাজেটের ছবিটির প্রযোজক যশরাজ ফিল্মস।

Share this news on:

সর্বশেষ

img
এবার থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি অনুষ্ঠানে থাকবেন ট্রাম্প Oct 14, 2025
img
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 14, 2025
img
ভাইরাল ভিডিও থেকে সফল অভিনেত্রী, দানানিনের সাফল্যের গল্প Oct 14, 2025
img
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে থাকছেন না লিটন! Oct 14, 2025
img
সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশ Oct 14, 2025
img
একই ছবি পোস্ট করে নেটদুনিয়ায় চমক ছড়ালেন মাহি ও রাকিব Oct 14, 2025
img
শমিত-হামজা থাকলেও একাদশে নেই জামাল ভূঁইয়া Oct 14, 2025
img
শাপলাই পাবে এনসিপি: হাসনাত আবদুল্লাহ Oct 14, 2025
img
এই মাতৃভূমিতে আমার জন্ম, এখানে কবর হবে সেফ এক্সিটের দরকার নাই : ধর্ম উপদেষ্টা Oct 14, 2025
img
ঠাকুরগাঁওয়ে জিতেছি, হেরেছি, কিন্তু কখনও কাউকে ছেড়ে যাইনি: মির্জা ফখরুল Oct 14, 2025
img
দেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের Oct 14, 2025
img
ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে : আবদুল্লাহ মুহাম্মদ তাহের Oct 14, 2025
img
গোপনে শেফালির ভিডিও করেছে অক্ষয়ের ছেলে Oct 14, 2025
img
অপমান থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলেন এ আর রহমান Oct 14, 2025
img
রংপুরসহ ৮ বিভাগকে আলাদা প্রদেশ ঘোষণার দাবি Oct 14, 2025
img
ঈশিতের জবাবে স্তব্ধ বিগ বি, কটাক্ষ নেটিজেনদের Oct 14, 2025
img
ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান Oct 14, 2025
img
কোনো পরনারীর সঙ্গে আমার হারাম সম্পর্ক নেই : আবু ত্বহা Oct 14, 2025
img
নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে : মির্জা ফখরুল Oct 14, 2025
img
৫২ বছর বয়সেও ‘পয়জন বেবি’ দিয়ে দর্শক মাতালেন মালাইকা , ছাড়িয়ে গেলেন রাশ্মিকাকেও Oct 14, 2025