গওশে আলেকজান্ডার সৃজন মেধার সৃজন প্রকাশ


আলোচিত বিজনেস ম্যান, মডেল, ও চলচ্চিত্র নির্মাতা। ২০২০ সালে “হল্ট” নামে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করে সাড়া ফেলেছেন বৃহত্ত দিনাজপুরের এই বিজনেসম্যান। যা বাংলা সিনেমার ইতিহাসে অনন্য স্বাক্ষী হয়ে আছে। ইচ্ছে আছে স্বাধীন ওটিটি প্লাটফর্ম তৈরি করে সৃজনশীল চিন্তার চাষ করা। ছোটাবেলা থেকে দুরন্ত ও মেধার সাফল্যে দেশ ও দেশের বাইরে থেকে শিক্ষার্জনের জন্য পেয়েছেন একাধিকবার সম্মানসূচক পদক। ঢাকার নটরডেম কলেজ থেকে সাফল্যের সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। এরপর উচ্চতর শিক্ষার্জনের জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন। ভ্রমণপিপাসু গওশে পৃথিবী বিখ্যাত অসংখ্য দর্শনীয় স্থান ঘুরে তৈরী করেছেন জ্ঞানের এক মহান দূর্গ। স্বাস্থ্য সচেতন গওশে নিয়মিত শরীর ও মনন চর্চায় দিনের অধিক সময় ব্যায় করেন। বিভিন্ন সামাজিক ও সচেতনতা মূলক ইভেন্ট আয়োজন করে ইতিমধ্যে হয়েছেন আলোচিত। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে “মধ্যরাতের প্রজাতিরা” নামে একটি কবিতার বই প্রকাশ পায় যা দিনাজপুর সহ দেশের সুশীল ও পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
নিয়মিত করছেন কনটেম্পোরারি মডেলিং শুট। মহাজাগতিক স্পেসকে ব্যবহার করে আধুনিক, ঐতিহ্যবাহি, ও পৌরাণিক স্থাপত্য স্থান গুলো ফুটে উঠছে তার শৈল্পিক অভিব্যক্তিতে। গওশে বলেন মডেলিং করছি নিয়মিত কিন্তু নিজস্বতা বজায় রেখে।

Share this news on: