রংপুরে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল রসিক



রংপুরের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রংপুর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার ৯ মার্চ দুপুরে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে অভিযান পরিচালনা করেন রসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এসময় রিক্সা স্টান্ডে দখল করে থাকা মেঘলা হোটেলকে ভেঙে দেয় রসিক,এছাড়াও পাশে থাকা হকাদেরও উচ্ছেদ করা হয়।

জানাযায়, এটি রাজনৈতিক দলের প্রভব খাটিয়ে রিকশা স্টান্ডের উপর দখল করে হোটেল নির্মান করে একটি চক্র।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন,রংপুর সিটি কর্পোরেশনকে একটি সুন্দর পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে আমারদের এই অভিযান সেই সাথে যানচলাচল স্বাভাবিক করতে হকারদের সরিয়ে দেয়া হয়েছে।রসিকের এমন অভিযান অব্যাহত থাকবে। 



Share this news on: