দারুণ শুরুর পর বাংলাদেশ থামলো ১৫৮ রানে

রনি তালুকদার থেকে শুরু করে লিটন দাস কিংবা নাজমুল হোসেন শান্ত। মিরপুরে এদিন সবাই দেখিয়েছেন ভয়ডরহীন ক্রিকেটের নমুনা। দারুণ শুরুর পর মাঝে বাংলাদেশকে টেনেছেন হাফ সেঞ্চুরিয়ান লিটন আর শান্ত। তবে শেষ ৫ ওভারে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। যেখানে বাংলাদেশ করেছে মোটে ২৭ রান। তাতে হোয়াটওয়াশের মিশনে নামা বাংলাদেশ শেষ টি-টোয়েন্টিতে থেমেছে ২ উইকেটে ১৫৮ রানে।

স্যাম কারানের স্লোয়ার ডেলিভারিতে ফ্লিক স্কয়ার লেগ দিয়ে চার মেরে নিজের রানের খাতা খুলেন রনি। পরের ওভারে ক্রিস ওকসের বিপক্ষে রনি ও লিটনের আরও দুই চার। সাহসী ব্যাটিংয়ের প্রদর্শনীর শুরুটা হলো এভাবে। মাঝে অবশ্য গতিময় বাউন্সারে বাংলাদেশকে কাঁপিয়ে দেয়ার চেষ্টা করেছেন জোফরা আর্চার। তবে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে লিটনের সেই চার যেন সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিলো। বাংলাদেশময় পাওয়ার প্লের শেষ ওভারে আউট হতে পারতেন রনি।

যদিও আর্চারের গতিময় ডেলিভারিতে টপ এজ হওয়া রনির ক্যাচ নিতে পারেননি রেহান আহমেদ। তাতে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের পুঁজি ৪৬ রান। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে উইকেট হারায় বাংলদেশ। আদিল রশিদের বলে রিভার্স সুইপ করতে গিয়ে তারই হাতে ক্যাচ দেন রনি। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ২২ বলে ২৪ রানের ইনিংস খেলে। রনি ফিরলেও অপরপ্রান্তে ইংলিশ বোলারদের বিপক্ষে দাপট দেখাচ্ছিলেন লিটন।

ক্রিস জর্ডানের বলে মিড উইকেট আর লং অন দিয়ে টানা দুই চার মেরে পঞ্চাশের কাছে যান ডানহাতি এই ওপেনার। পরের ওভারে রেহানের বলে অন সাইডে ঠেলে দিয়ে ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। হাফ সেঞ্চুরির পরই ফিরতে পারতেন ডানহাতি এই ব্যাটার। আর্চারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন তিনি। টপ এজ হওয়ায় সেটা চলে যায় মিড উইকেটে থাকা বেন ডাকেটের হাতে। তবে ডাকেট সেটা লুফে নিতে না পারলে ৫১ রানে জীবন পান লিটন।

তিন ম্যাচ পর হাফ সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার পঞ্চাশ পেরোনোর পর ইংলিশ বোলারদের ওপর চড়াও হন। আর্চারের টানা দুই বলে অ্যাক্রোস দ্য লাইনে এসে উইকেটকিপারের উপর দিয়ে চার আর স্কয়ার লেগ দিয়ে মারা ছক্কা সেটারই প্রমাণ। তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে দ্রুত রান তোলার প্রচেষ্টায় উইকেট দিয়ে আসতে হয় লিটনকে।

জর্ডানের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড উইকেটে থাকা সল্টের হাতে ধরা পড়েন তিনি। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলে। লিটন ফেরার পর কমতে থাকে রানের গতি। ইংলিশ বোলাররা শেষদিকে বাংলাদেশের ব্যাটারদের বোকা বানাতে চেষ্টা করেছেন স্লোয়ার আর ইয়র্কার ডেলিভারি। তাতে তারা সফলও হয়েছেন।

আগের ৫ ওভারে ৫৪ রান করা বাংলাদেশ শেষ পাঁচ ওভারে করেছে মোটে ২৭ রান।

Share this news on:

সর্বশেষ

img
এল ক্লাসিকোতে ৭ গোলের থ্রিলার, রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা May 11, 2025
আবদুল হামিদের দেশত্যাগে সরকারের গাফিলতির অভিযোগ রিজভীর May 11, 2025
img
যুদ্ধবিরতির অনুরোধ করেও প্রথম লঙ্ঘন পাকিস্তানের: দাবি ভারতের May 11, 2025
img
এই ভূমিতে একই আকাশের নিচে গড়ে উঠেছে মন্দির-মসজিদ : সোনাম May 11, 2025
img
নির্বাচনের আগে বিচার ও মৌলিক সংস্কারকাজ শেষ করতে হবে : নাহিদ ইসলাম May 11, 2025
img
প্রয়াত মায়ের কাছে পূজার চিঠি, মা দিবসে এলো সবার নজরে May 11, 2025
যুদ্ধসাজে বাংলাদেশ: আসছে জে-১০সি, বাইরাকতার, আকিঞ্জি! May 11, 2025
img
রাষ্ট্র অনেক জটিল জায়গা, মনে হয় ছেড়ে দিয়ে চলে যাই রাজপথে : আসিফ মাহমুদ May 11, 2025
img
চট্টগ্রামে শুটিং সেটে আহত তটিনী May 11, 2025
অন্তর্জাল ছড়িয়ে গেছে লায়লা মামুন আর ঐশী অনামিকায় May 11, 2025