৫০ দিন পর মিয়ানমার থেকে আসছে গরু-মহিষ

দীর্ঘ ৫০ দিন টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আবারও আমদানি চালু হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় ১৪টি ট্রলারে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে আমদানি হয়েছে দুই হাজার ২৫২ টি গবাদিপশু।

এসব গবাদিপশুর মধ্যে রয়েছে, ১হাজার ৫৮০টি গরু ও ৬৭২ টি মহিষ। আমদানির ফলে ১১ লাখ ২৬ হাজার টাকার রাজস্ব আদায় করেছে টেকনাফ শুল্ক বিভাগ।

গবাদিপশু আমদানি চালু হলেও এখনো কাঠ আমদানি বন্ধ রয়েছে। তবে আচার, শুঁটকি, আদা, ছোলা ও হিমায়িত মাছ আমদানি অব্যাহত রয়েছে।

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর জানান, স্থানীয় ব্যবসায়ীরা মিয়ানমারের পাইকারদের কাছে অগ্রিম টাকা দেওয়ার পর আমদানি করতে না পেরে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

উভয় দেশের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত এ সমস্যা সমাধান করা খুবই প্রয়োজন বলে মনে করেন তিনি।

এর আগে জানুয়ারির ২৩ তারিখে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে নতুন করে সেনা অভিযান চালালে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়।

 

টাইমস/এমএএইচ/এসআই

Share this news on: