পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত কর্মচারীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু হলো।

শুক্রবার (৩১ মার্চ) করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এই ঘটনা ঘটে।

কেয়ামারি পুলিশ এক বিবৃতিতে হতাহত ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হতাহতদের বেশির ভাগই নারী। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।


পুলিশ সার্জন সুমাইয়া সাইদ ডন ডটকমকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন নারী ও তিন শিশু রয়েছে। তাদের মধ্যে ৯ জনের মরদেহ আব্বাসী শহীদ হাসপাতালে ও দুজনের সিভিল হাসপাতালে পাঠানো হয়।

কেয়ামারির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারি বলেছেন, এফকে ডাইয়িং কোম্পানি সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল ট্রেড এস্টেট এলাকায় অবস্থিত। কোম্পানি কর্তৃপক্ষ জাকাত বিতরণের জন্য তাদের কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল।

তিনি বলেন, প্রায় ৪০০ নারী এসেছিলেন। আরও ভিড় বাড়তে পারে আশঙ্কায় কোম্পানির কর্মীরা দরজা বন্ধ করে দেন। ভেতরে যারা ছিলেন, তাদের লাইনে দাঁড়ানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এমনকি স্থানীয় পুলিশকেও এ বিষয়ে অবহিত করা হয়নি।

এএসপি জানওয়ারি বলেন, বেশ কয়েকজন নারী গরমে ও পদদলিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আর নারীদের পাঠানো হয়েছে বিভিন্ন হাসপাতালে। ঘটনার সময় কোম্পানির মালিক সেখানে ছিলেন না বলে বলা হচ্ছে।

জুলফিকার নামে ওই কারখানার মালিককে শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

কেয়ামারির জেলা প্রশাসক মুখতিয়ার আব্রো বলেন, কারখানার মালিক জেলা প্রশাসনের কাছ থেকে অনাপত্তি সনদ নেননি এবং নিরাপত্তাও চাননি।

তিনি বলেন, সাত কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মালিককেও জবাবদিহি করতে হবে বলে জানান তিনি।

Share this news on:

সর্বশেষ

img
কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন Nov 27, 2025
img
সৌম্য-হাসান মাহমুদকে দলে ভেড়াল নোয়াখালী Nov 27, 2025
img
নেটফ্লিক্সের “ডাইনিং উইথ দ্যা কাপুরস”-এ আলিয়ার অভাব Nov 27, 2025
img

হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় আজ

আদালতে নেওয়া হলো আসামি খুরশীদ আলমকে Nov 27, 2025
img
দীর্ঘ ৮ বছরের সংসার ভাঙ্গছে সাবেক মিস ইউনিভার্স আলবেনিয়ার Nov 27, 2025
img
১৫৮ জন ইউএনওকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন Nov 27, 2025
img
ডা. মিলনের শহীদ হওয়া ছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম মোড়: সাইফুল হক Nov 27, 2025
img
বড় পর্দায় টাইগার শ্রফ ও মীনাক্ষী চৌধুরীর প্রথম জুটি Nov 27, 2025
img
বিপিএল নিলামে ১৫৮ ক্রিকেটারের তালিকা প্রকাশ, বিজয়-শান্ত-মুশফিকরা কে কোথায়! Nov 27, 2025
img
রাশ্মিকা-মান্দানা ও আয়ুষ্মান খুরানার 'থামা’ প্রাইম ভিডিওতে Nov 27, 2025
img
টি-টোয়েন্টিতে জয়ের জন্য লিটনকে দ্রুত ফেরাতে চায় আয়ারল্যান্ড Nov 27, 2025
img
রেট্রো লুকে আলিয়া এবং রণবীরের নতুন অবতারে মুগ্ধ নেটিজেনরা Nov 27, 2025
img
আর্সেনালের বড় জয়, একই রাতে উড়ে গেল লিভারপুল ও বায়ার্ন Nov 27, 2025
বোর্ডের সিদ্ধান্তে, লিটন দাসের অসন্তোষ Nov 27, 2025
img
২৫২ কোটি টাকার মেফেড্রোন মামলায় ওরির হদিস Nov 27, 2025
img
ইমরান খান সুস্থ আছেন, নিশ্চিত করলেন কারা কর্তৃপক্ষ Nov 27, 2025
img
কাজাখস্তান পৌঁছাতেও ‘দম’ লাগে: চঞ্চল চৌধুরী Nov 27, 2025
img
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের ২ সেনাকে গুলি Nov 27, 2025
img
রাজধানীতে অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা Nov 27, 2025
img
আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে : শাহজাহান চৌধুরী Nov 27, 2025