ঋণখেলাপির প্রার্থিতা ঠেকাতে তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের প্রার্থিতা ঠেকাতে মনোনয়নপ্রত্যাশীদের ঋণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে মনোনয়নপ্রত্যাশীদের ঋণ সংক্রান্ত তথ্য চাওয়া হয়।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের একটি টিম মনোনয়নপ্রত্যাশীদের ঋণের বিষয়ে তথ্য সংগ্রহ করছে । কেন্দ্রীয় ব্যাংক ঋণখেলাপি প্রার্থীদের তথ্য হালনাগাদ তৈরি করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও নিদের্শনা দিয়েছে।

নির্বাচনে যাতে কোনও ঋণখেলাপি প্রার্থী হতে না পারেন, সেজন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় উদ্যোগ নিতে একটি চিঠি দিয়েছে ইসি।

পুনঃতফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর।

Share this news on:

সর্বশেষ