তৃষ্ণার্ত পথিকের পাশে র‌্যাব,পুলিশ

রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং র‌্যাব-১৩ এর যৌথ উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮জুন) রংপুর মহানগরীর শাপলা চত্বর এবং মডার্ন মোড়ে "তৃষ্ণার্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, দেশে বর্তমান সময়ে যে তীব্র তাবদাহ চলছে, এরই মধ্যে প্রয়োজনের তাগিদে ঘরের বাহিরে থাকা তৃষ্ণার্ত নগরীর সাধারণ মানুষের তাবদাহ থেকে পরিত্রাণের নিমিত্তে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং র‌্যাব-১৩ এর পক্ষ থেকে এমন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খেটে খাওয়া ও সাধারণ মানুষরা।
এসময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১৩ এর কমান্ডিং অফিসার আরাফাত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলমসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দ এবং র‌্যাব-১৩ এর বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Share this news on:

সর্বশেষ