আমতা পরিচয়ের নাটক ‘এলা দিদি’ পরিবেশিত হবে ৬ এপ্রিল

ভারতের আমতা পরিচয়ের নাটক ‘এলা দিদি’ ৬ এপ্রিল পরিবেশিত হবে। সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ কাঁচারীঘাটের অনসাম্বল মুক্ত মঞ্চে নাটকটি মঞ্চস্থ হবে।

নাটকটি নির্দেশনা দিয়েছেন শুভেন্দু ভান্ডারী।

একই স্থানে  অনসাম্বল থিয়েটারের আয়োজনে ৬ ও ৭ এপ্রিল দুই দিন ব্যাপী অভিনয় কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন ঋতুপর্ণা ঘোষ ও শুভেন্দু ভান্ডারী।

 

টাইমস/এএস/টিএইচ

Share this news on: