স্বাস্থ্য ব্যবস্থায় নিকট অতীতের ইতিহাস সুখকর নয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থায় নিকট অতীতের ইতিহাস সুখকর নয়। ৩ মাস আগের আমদানি করা যন্ত্র এখনো ব্যবহার করা হয়নি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কিছু জটিল রোগের জন্য বাহিরে যেতে হয়। তাই একটি আধুনিক হাসপাতাল দরকার। জরুরী রোগীর জন্য উপজেলা পর্যায়েও আইসিইউ থাকা দরকার।

সততা থাকলে ভালো করা যায় উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সৎ মানুষ। তিনি তার কাজে ভালো করবে। স্বাস্থ্যখাতে যার যার দায়িত্ব পালন এগুলো খুব চ্যালেঞ্জিং।

Share this news on: