কর্ণফুলীতে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ চার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছেন। সোমবার সকাল থেকেই নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার রাতে কর্ণফুলী নদীর সল্টগোলা ঘাটের কাছে নৌকাটি ডুবে যায় বলে জানান ডাঙ্গারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন বড়ুয়া। রাতে নৌকায় থাকা ১২ যাত্রীর মধ্যে ৮ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কর্ণফুলী থানার জুলধা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আকবর (৪০), একই এলাকার আব্দুল খালেকের ছেলে মো. হানিফ (৩০) ও শেরপুর জেলার শংকর ঘোষ এলাকার আব্দুল করিমের ছেলে হাবিবুর রহমান। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বেলা ১টা পর্যন্ত নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি। তবে এদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, কর্ণফুলী থানার জুলধা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আকবর (৪০), একই এলাকার আব্দুল খালেকের ছেলে মো. হানিফ (৩০) ও শেরপুর জেলার শংকরঘোষ এলাকার আব্দুল করিমের ছেলে হাবিবুর রহমান।

 

টাইমস/এইচইউ

Share this news on: