মার্টিনেজ থামিয়ে দিলো ইকুয়েডরকে, কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা

২০২১ সালের কোপা দিয়ে লাইমলাইটে এমিলিয়ানো মার্টিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপে বিশ্বব্যাপী নিজেকে পরিচিত করেছে টাইব্রেকারের যমদূত হিসেবে। যার প্রমাণ আজ আবারও দিলো কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে। মার্টিনেজ যেন আজ একাই থামিয়ে দিলো ইকুয়েডরের খেলোয়াড়দের।

ম্যাচে এগিয়ে থাকলেও শেষ সময়ে ইকুয়েডর গোল করে সমতায় ফিরে খেলা। এতে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। যেখানে মার্টিনেজের বীরত্বে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতলো আর্জেন্টিনা। একই সঙ্গে প্রথম দল হিসেবে ৪৮তম কোপার শেষ চারে আলবিসেলেস্তেরা

শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়ায় আর্জেন্টিনা-ইকুয়েডরের শেষ আটের লড়াই। নির্ধারিত সময়ের ৯০ মিনিট ১-১ সমতায় থাকে। ইনজুরির কারণে শঙ্কা থাকলেও আর্জেন্টিনার একাদশে ফেরেন মেসি। দলে জায়গা হারান ডি মারিয়া। তবে ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

এদিনে বল দখলে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে ইকুয়েডরই। তাদের একজন ভালো ফিনিশার থাকলে অন্তত দুই গোলে পিছিয়ে থাকতো আর্জেন্টিনা। ম্যাচের ষষ্ঠ মিনিটচের মাথায় আর্জেন্টিনার ডিফেন্সের ভুলে বল পেয়ে যান কাইসেদো। ডি-বক্সের সামান্য ভেতর থেকে নেয়া দুর্বল শট সহজেই তালুবন্দি করেন এমি মার্টিনেজ।

এর ৯ মিনিট পর আবারও গোলের সুযোগ আসে ইকুয়েডরের সামনে। কিন্তু বল নিয়ে ভেতরে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটালেও গোলকিপার মার্টিনেজকে পরাস্ত করতে পারেননি পায়েজ। ১৭ মিনিতে এনার ভ্যালেন্সিয়ার ক্রস থেকে প্রেসিয়েদোর দুর্বল শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

খেলায় প্রথম আর্জেন্টিনার প্রথম সুযোগ আসে ২৬ মিনিটে। মলিনার দারুণ ক্রস থেকে খালি জায়গায় হেড করার সুযোগ পেয়েও বল বাইরে মারেন এনজো ফার্নান্দেজ। ৩৩ মিনিটে মেসির দারুণ ডিফেন্স চেরা পাস থেকে এনজো ফার্নান্দেজ ডি-বক্সের ভেতর বল টেনে নিয়ে গেলেও তার শট ব্লক করে দেয় ইকুয়েডরের ডিফেন্ডাররা। কর্নার পায় আর্জেন্টিনা। সেই কর্নার থেকেই অবশেষে গোল পায় আর্জেন্টিনা।

মেসির করা ওই কর্নার থেকে ম্যাক অ্যালিস্টার হেড করলে বল যায় ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের কাছে। ভেসে আসা বলে মার্টিনেজ দারুণ হেডে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তারা।

ম্যাচের ৪৩ মিনিটে বাঁ-পাশ থেকে আক্রমণে এনজো ফার্নান্দেজ দারুণ বল ক্রস করলেও তাতে পা ছোঁয়াতে পারেনি আর্জেন্টিনার কেউ। ম্যাচে আর কোনো গোল না হলে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ৫৪ মিনিটে এমি মার্টিনেজের কিক থেকে বল ডি বক্সের ভেতর বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন লাওতারো।

এরপর ৫৯ মিনিটে কর্নার থেকে ডি বিক্সের ভেতর হেড দিতে গিয়ে রড্রিগো ডি পলের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেয়ার সুযোগ থাকলেও স্পট কিক থেকে বল গোলবারে মারেন তিনি। সমতায় ফিরতে ব্যর্থ হলো ইকুয়েডর। ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোলমুখে শট নেন লিওনেল মেসিম তার ডান পায়ের শট সোজা গোলরক্ষক বরাবর গেলে সেটি তিনি ভালোভাবেই রুখে দেন।

ম্যাচে যখন আর্জেন্টিনা জয়ের সুবাস পাচ্ছে তখনই ম্যাচের ৯২ মিনিটে ইকুয়েডরের কেভিন রড্রিগেজ গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান। কোপায় কোন অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি মিস করেন মেসি। কিন্তু এমি মার্টিনেজ টানা দুটি পেনাল্টি রুখে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান। শেষ পেনাল্টিতে নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনার হয়ে গোল করে দলকে সেমিফাইনালে তোলেন।

Share this news on:

সর্বশেষ

img
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ Jan 02, 2026
img
শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল Jan 02, 2026
img
অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা, অধ্যাদেশ জারি Jan 02, 2026
img
কাবরেরার বিদায়ের মুহূর্ত নিকটে! Jan 02, 2026
img
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিংবোটসহ ১৬ জেলে আটক Jan 02, 2026
img
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিংবোটসহ আটক ১৬ জেলে Jan 02, 2026
img
গোয়েন্দা প্রধানকে নিজ দপ্তরের নতুন প্রধান নিয়োগ দিলেন জেলেনস্কি Jan 02, 2026
img
সুইজারল্যান্ডে বিস্ফোরণে প্রাণ গেল ৪৭ জনের, বিভিন্ন দেশের শোক Jan 02, 2026
img
হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার অত্যন্ত সিরিয়াস: নৌ উপদেষ্টা Jan 02, 2026
img
২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড সাড়ে ৭ লাখ কর্মী পাঠিয়েছে বাংলাদেশ Jan 02, 2026
img
‘ককটেল ২’ দিয়ে নতুন বছর শুরু বলিউড অভিনেত্রী কৃতির Jan 02, 2026
img
ভারত-বাংলাদেশ যাতায়াতে বন্দরে ‘ইউজার চার্জ’ বসালো ভারত Jan 02, 2026
img
তানিয়া মিত্তালের কি সত্যিই ১৫০ বডিগার্ড রয়েছেন? Jan 02, 2026
img
অভিনেত্রীকে তৃতীয় বিয়ের প্রস্তাব, স্বামীর বয়স বাবার সমান Jan 02, 2026
img
প্রয়োজনে আরও রক্ত দিয়ে হলেও পরিবর্তনকে সফল করা হবে: গোলাম পরওয়ার Jan 02, 2026
img
৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ Jan 02, 2026
img

২০২৬ সালের ফুটবলে বিশ্বকাপ ও ফিনালিসিমার রোমাঞ্চ

২০২৬ সালের ফুটবলে বিশ্বকাপ ও ফিনালিসিমার রোমাঞ্চ Jan 02, 2026
img
জাপার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে মঞ্চ ৭১-এর আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষাণা Jan 02, 2026
img
স্ট্রোক করে পড়ে গিয়ে গায়ক তৌসিফের মাথায় ২৭ সেলাই Jan 02, 2026
img
সালমানের নতুন সিনেমার দৃশ্য ফাঁস হওয়ার গুঞ্জন Jan 02, 2026