২২ গজে ফিরছেন তামিম, ভিডিও বার্তায় জানালেন তারিখ

২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডেতে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ গজ মাতিয়েছিলেন তামিম। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ২০২২ সালে অবসর নিলেও শেষ ম্যাচটি খেলেন ২০২০ সালে।

সম্প্রতি বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণ করেই তামিমকে আবারও ২২ গজে দেখার ইচ্ছা পোষণ করে জানিয়েছিলেন, আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই-তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলুক।

এবার সম্প্রতি এক ভিডিও বার্তায় ২২ গজে ফেরার ঘোষণা দিয়েছেন এ টাইগার ওপেনার। তিনি জানিয়েছেন আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত হতে যাওয়া যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন। এদিকে একই লিগে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও।

প্রথমবারের মতো ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে আয়েজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৬টি দল। ৬০ বলের এই টুর্নামেন্টে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। এনসিএলের এক্স অ্যাকাউন্টের এক ভিডিওবার্তায় তামিম নিজেই এই তথ্য জানিয়েছেন।

ভিডিওবার্তায় তামিম বলেন, আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সঙ্গেই দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ভক্তদের সঙ্গে। টুর্নামেন্টে মাঠে নামার জন্য আর তর সইছে না। খুব শিগগিরই দেখা হচ্ছে।

এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শহিদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ইংল্যান্ডের জেসন রয়, ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন, ডোয়াইন ব্রাভোর মতো তারকারা।

Share this news on: