চ্যাম্পিয়ন্স লিগে খেলা সবসময় সম্মানজনক : রোনালদো

একটা সময় ক্রিস্টিয়ানো রোনালদো ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হয়ে উঠেছিল একে অপরের সমার্থক। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক তিনি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরে রোনালদোর গোল ১৪০টি। শিরোপা জিতেছেন পাঁচবার।

সেই রোনালদোকে বিশেষ পুরস্কার দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের আগামী আসরের ড্র অনুষ্ঠান হয়েছে গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট)। সেখানেই রোনালদোকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। যা পেয়ে আপ্লুত সিআরসেভেন।

পুরস্কার হাতে রোনালদো বলেন, ‘আমার কাছে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারা সবসময়ই সম্মানের। যখন এর আবহ সঙ্গীত বেজে ওঠে, আলাদা উদ্দীপনা তৈরি হয়। আমরা এক জীবনে স্মৃতি সংরক্ষণ করতে পছন্দ করি। আর চ্যাম্পিয়ন্স লিগ আমাকে অনেক অনেক ভালো স্মৃতি দিয়েছে।’

চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটি শিরোপা জেতার পথে চার ফাইনালেই গোল করেছেন রোনালদো। একমাত্র ফুটবলার হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একটি এবং রিয়াল মাদ্রিদের হয়ে চারটি শিরোপা জেতেন পর্তুগিজ তারকা। এর মধ্যে এগিয়ে রাখলেন ম্যান ইউনাইটেডের হয়ে ২০০৮ সালে জেতা প্রথম শিরোপাকে।

রোনালদো বলেন, ‘প্রথম সবকিছুর ব্যাপারই অন্যরকম। আমি পাঁচবার শিরোপা জিতেছি। তবে, এগিয়ে রাখব ইউনাইটেডে জেতা প্রথম ট্রফিকে। এরপর আরও চারটি জিতেছি। সবগুলোই আসলে আমার কাছে বিশেষ।’

Share this news on:

সর্বশেষ