পাকিস্তানকে ঘরের মাটিতে বাংলাওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এটি ছিল নিজেদের ইতিহাসে ঘরের মাঠে পাকিস্তানের ধবলধোলাই হওয়ার চতুর্থ ঘটনা। এর আগে ঘরের মাঠে তারা হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছিল শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। সেই সঙ্গে পাকিস্তানের কোচিং ক্যারিয়ারের শুরুটা লজ্জা দিয়ে শুরু হলো নতুন অজি কোচ জেসন গিলেস্পির।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে কখনোই মনে হয়নি পিছিয়ে পড়েছে টাইগাররা। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টিম টাইগার্স। এদিকে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান
শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা পৌঁছে দেন দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাফীস লিখেছেন, 'মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি।