ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৯৫, লেবাননে ৪৫

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৯২০ ছাড়িয়ে গেছে।

এ ছাড়া লেবাননেও নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৪৫ লেবানিজ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে। যার মধ্যে বেশির ভাগ ফিলিস্তিনিই প্রাণ হারিয়েছেন অবরুদ্ধ উত্তর গাজায়।

মূলত গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। আবার তারা ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলেও তাদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আল জাজিরা বলছে, বৃহস্পতিবার ভোর থেকে উত্তর গাজাজুড়ে একাধিক বিমান হামলায় অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ফিলিস্তিনের এই ভূখণ্ডজুড়ে অন্যান্য স্থানে আরও অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ২০৪ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার সারাদেশে ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৮৬৫ জন নিহত এবং ১৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

Share this news on:

সর্বশেষ

আবুধাবিকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এমআই এমিরেটস Jan 03, 2026
কেমন নির্বাচনী ইশতেহার চাই যা বলছে বদিউল আলম মজুমদার Jan 03, 2026
img
অবিশ্বাস্য বিদায় মারেস্কার, ভাগ্য সহায় গুয়ার্দিওলার! Jan 03, 2026
রাজনৈতিক প্রশিক্ষক থেকে এবার ট্রাক মার্কা নিয়ে ভোটের মাঠে মেঘনা আলম Jan 03, 2026
ইরানের বিক্ষোভে ঘি ঢাললেন ট্রাম্প, জাতিসংঘে কঠোর বার্তা তেহরানের Jan 03, 2026
গুনাহ ত্যাগ করার উপায় | ইসলামিক টিপস Jan 03, 2026
ই-রিক্সার চার্জিং ব্যবস্থার সফলতা দেখতে চায় সরকার! Jan 03, 2026
ওমর রা: যেমন নেতা ছিলেন | ইসলামিক টিপস Jan 03, 2026
img
হৃতিকের শরীরে বইছে ২৫ শতাংশ বাঙালি রক্ত! Jan 03, 2026
img
ভেনেজুয়েলায় রাজধানীসহ আরও কয়েক জায়গায় যুক্তরাষ্ট্রের হামলা Jan 03, 2026
img
শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে : মেজর হাফিজ Jan 03, 2026
img
সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত Jan 03, 2026
img
বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ওয়াহেদুজ্জামান সরদার Jan 03, 2026
img
আর কতদিন ক্রিকেট খেলতে চান মাহমুদউল্লাহ! Jan 03, 2026
img
ইয়েমেনের সংকট নিরসনে উদ্যোগ নিল সৌদি Jan 03, 2026
img

ফেসবুক পোস্টে হামিনের স্মৃতিচারণ

‘খালেদা জিয়া বললেন, ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই তাই খাবে’ Jan 03, 2026
img
পঞ্চগড়-১ আসনে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা Jan 03, 2026
img
মাসে ১১ লাখ হাত খরচের প্রস্তাব, বিনিময়ে হতে হবে তৃতীয় স্ত্রী! Jan 03, 2026
img
রাজবাড়ীর ২ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ, বাতিল ৫ Jan 03, 2026
img
বগুড়া-৭ খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত, বিএনপির প্রার্থী মিল্টন Jan 03, 2026