প্রথমদিন খেলা হয়েছে মাত্র ৩০ ওভার। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। আউটফিল্ড ভেজা থাকায় পাঁচ ঘণ্টা পর শুরু হয় খেলা। আর বাজে ব্যাটিং প্রদর্শনীতেও অর্ধ শতক উপহার পেয়েছেন সাদমান ইসলাম। এক সেশনের দিনে তিন ক্যাচ মিস করেছে ওয়েস্ট ইন্ডিজ।
কিংস্টনের আকাশ রোদে ঝলমল। তবুও মাঠে খেলা নেই। দীর্ঘ পাঁচ ঘণ্টা অপেক্ষার পর মাঠে নামার সুযোগ হয়েছে ক্রিকেটারদের। মেঘ সরিয়ে আকাশ হাসলেও, আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হতে এতোটা দেরি।
এদিন টস করতে নেমেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে রেকর্ড গড়েছেন ক্রেগ ব্রাথওয়েট। গ্যারি সোবার্সকে টপকে টানা ৮৬ টেস্ট খেলার কীর্তি গড়লেন ক্যারিবীয় অধিনায়ক।
ঘুড়ে দাড়ানোর টেস্টে টস জিতেছে বাংলাদেশ। দুই পরিবর্তন একাদশে। ফিরেছেন সাদমান ইসলাম ও নাহিদ রানা। তবে এদিনও ব্যর্থতার বৃত্তে মাহমুদুল হাসান জয়। পঞ্চম ওভারের শেষ বলে কিমার রোচের শিকার বাংলাদেশ ওপেনার।
মুমিনুল হকেরও একই পরিণতি। রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। চিত্রনাট্যে কোন পরিবর্তন নেই। নড়বড়ে সাদমান ইসলাম ও শাহাদত দিপু। দুজনের তিন ক্যাচ মিস করে আক্ষেপে পুড়েছেন ক্যারিবীয়রা।
সুযোগটা কাজে লাগিয়ে, দিন শেষে তাদের ব্যাটে স্বস্তি খুজে পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত সাদমান।
আর শাহাদাত দিপুর ৬৩ বলের ইনিংস ছিল ধৈর্য্যের পরীক্ষা। দলকে সাফল্য এনে দিতে যা আরও বড় করতে হবে।