চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যের সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন বিএনপি মহাসচিব। সেই সঙ্গে তিনি জানান, দেশ ও জনগণের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
এর আগে রাত ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় ঘণ্টাখানেক পর দলের চেয়ারপারসনের বাসা থেকে বের হন তারা।
এদিন রাত ৮টার আগেই দলটির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসায় উপস্থিত হন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকুও ফিরোজায় আসেন। এর আগে সবশেষ গত কুরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা একসঙ্গে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।