ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।

আজ শনিবার (১১ই জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ‌বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফে‌রি চলাচল বন্ধ করে দেয় ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৭টার দিকে কুয়াশার তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকনবাতি এবং মার্কিং পয়েন্টে অস্পষ্ট হয়ে যায়। সকাল সাড়ে ৭টা থেকে দুর্ঘটনা এড়োতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তখন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে।

Share this news on: