ফেনীতে এক শিশুসহ আটক ৭ রোহিঙ্গা


ফেনীর মহিপালে ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে এক শিশুও রয়েছে।

আজ শুক্রবার (১০ই জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা।

আটককৃতরা হলেন- রবিউল আলম, সৈয়দ নুর, ওমর ফারুক, রশিদ আহম্মদ, রুহুল আমিন, ইউনুছ ও শিশু হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী থেকে কয়েকজন শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে যায়। শুক্রবার রাতে তারা সেখান থেকে স্টারলাইন পরিবহনের একটি বাসে ফেরার পথে বাসের কয়েকজন যাত্রীর কথাবার্তা ও আচরণ দেখে রোহিঙ্গা বলে সন্দেহ করেন। পরে বাসটি ফেনীর মহিপালে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, “শিক্ষার্থীরা মহিপাল এলাকায় এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কোন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে তা বিস্তারিত জানা যাবে। রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্প থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই। যদি তারা সেই এলাকা ত্যাগ করে তবে আইন অনুযায়ী তাদের আবার নির্ধারিত ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share this news on: