লন্ডনে ওয়ানস্টপ সার্ভিসে চিকিৎসা পাবেন খালেদা জিয়া

শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে ছেলে তারেক রহমানের কাছে বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে তার যত্নেও কোনো ত্রুটি রাখছেন না পুত্র তারেক রহমান। দেশটিতে পৌছেই সরাসরি মাকে নিয়ে গেছেন, নামকরা হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে নিজ হাতে মায়ের জন্য খাবার নিয়ে যাওয়া সহ, চিকিৎসাতেও মা’কে এগিয়ে রাখছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার জানা গেলো, দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে ‘ওয়ান স্টপ’ সার্ভিস পাচ্ছেন খালেদা জিয়া। চিকিৎসকদের মতামতের ভিত্তিতে এক ছাঁদের নিচেই তার চিকিৎসা চলবে।

এমন তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানাতে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। বলেন, গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। তার সর্বশেষ রিপোর্টগুলো পর্যালোচনা করেছে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। আগামী দুই-একদিনের মধ্যে লন্ডনের আরও দুইজন চিকিৎসক তাকে দেখবেন বলেও এসময় জানান ডা. জাহিদ।

জানা গেছে লিভার, কিডনি, ডায়াবেটিস, প্রেসার, রিউমোটো আর্থ্রারাইটিজ ও হার্টের জন্য এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরাও মেডিকেল বোর্ডের সভায় অংশ নেন। আলোচনা শেষে তার চিকিৎসা ‘এক ছাঁদের নিচে’ বা ওয়ান স্টপ সার্ভিসের মতো করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

গত সাড়ে ৫ বছর বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসা না পাওয়ায় সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন খালেদা জিয়া। এসময় বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে তার ক্ষতি হয়েছে। তাই বয়সের কথা বিবেচনায় রেখে তার জন্য সবচেয়ে মঙ্গলজনক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করছেন চিকিৎসকরা।

টিএ/

Share this news on: