বিতর্কের ছায়া থাকলেও জমজমাট লড়াই উপহার দিয়েছে এবারের বিপিএল। ইতোমধ্যে গ্রুপ পর্ব শেষ, সামনে প্লে-অফের উত্তেজনা। তবে দলগত লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও খেলোয়াড়দের প্রতিযোগিতা নজর কেড়েছে।
ব্যাট হাতে এবার দেশি ক্রিকেটারদের দাপট দেখা গেছে। শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের মধ্যে প্রথম চারজনই বাংলাদেশি। তবে তাদের মধ্যে তিনজনের দল বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন ঢাকার তানজিদ হাসান তামিম। প্লে-অফে থাকা খুলনার নাইম শেখ ৪৪৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে। রাজশাহীর এনামুল হক বিজয়ের সংগ্রহ ৩৯২ রান, আর সিলেটের জাকির হাসান করেছেন ৩৮৯ রান।
বোলিংয়ে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ ছিলেন সবার ধরাছোঁয়ার বাইরে। ২৫ উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারির নাম লিখিয়েছেন তিনি। তবে দল ছিটকে যাওয়ায় তাকে টপকে যাওয়ার সুযোগ থাকছে প্লে-অফে থাকা বোলারদের সামনে। বরিশালের ফাহিম আশরাফ ২০ ও রংপুরের আকিব জাভেদ ১৯ উইকেট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছেন।
এছাড়া খুলনার আবু হায়দার রনি ও রংপুরের খুশদিল শাহ ১৭টি করে উইকেট নিয়েছেন। তাদের সামনে আরও কিছু ম্যাচ থাকায় তালিকায় উপরে ওঠার সুযোগ রয়েছে।
এখন দেখার বিষয়, প্লে-অফের লড়াইয়ে এই পারফরমাররা দলকে জেতাতে কতটা অবদান রাখতে পারেন।
টিএ/