রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে ১৫ ফেব্রুয়ারি 'ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫' উদ্বোধনের পরিকল্পনা ছিল, তবে একদল ব্যক্তির হুমকির মুখে নিরাপত্তা শঙ্কায় উৎসবটি স্থগিত করা হয়, জানিয়েছেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান।
এ ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এবার বিষয়টি নিয়ে কথা বলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, নাট্যকর্মীদের মধ্যে একটি অংশই এই উৎসব বন্ধ করার জন্য মহিলা সমিতির কাছে হল বরাদ্দ বাতিলের দাবি জানায়।
ফারুকী ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে পোস্ট করে বলেন, "নাট্য উৎসব বন্ধের খবর পেয়ে আমরা তদন্ত শুরু করি। সরকার শিল্পকলার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়াতে উৎসাহ দিচ্ছে, পুলিশ উৎসব বন্ধ করতে বলবে কেন? খোঁজ নিয়ে জানলাম, পুলিশ এমন কোনো নির্দেশনা দেয়নি, তারা বরং নিরাপত্তা দিতে প্রস্তুত ছিল।"
ফারুকী আরও বলেন, "নাট্যকর্মীদের একাংশ মহিলাসমিতির কাছে হল বাতিলের দাবি জানিয়ে আসছিল। তাদের অভিযোগ, উৎসবের আড়ালে কিছু বিতর্কিত ব্যক্তি সংগঠিত হতে চাচ্ছে।"
তিনি প্রশ্ন তোলেন, "অতীতে জুলাই আন্দোলনে তাদের ভূমিকার জন্য এখনো তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে কি?"
এদিকে, ১৫ ফেব্রুয়ারি ডিএমপি একটি বিজ্ঞপ্তিতে জানায়, তারা কোনোভাবেই নাট্যোৎসব বন্ধ বা স্থগিত করার নির্দেশনা দেয়নি। তবে, তারা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে।