যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের নজরদারি

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের ওপর ড্রোন উড়িয়ে নজরদারি চালিয়েছে ইরান। উপসাগরীয় এলাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ডোয়াইট এইসেনহাওয়ার ও অন্য একটি যুদ্ধজাহাজের ওপর দিয়ে ড্রোন উড়ে যেতে দেখা গেছে।

রোববার ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ খবরের পাশাপাশি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তবে কখন এ ফুটেজ ধারণ করা হয়েছে তা জানায়নি বার্তা সংস্থাটি।

যুক্তরাষ্ট্র ইরানের সেনাবাহিনী বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার পর এ পদক্ষেপ নিয়েছে তেহরান। খবর আলজাজিরা ও ওয়াশিংটন পোস্টের।

চলতি মাসের শুরুতে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

 

টাইমস/জিএস

Share this news on: