কাজ না পেয়ে যৌনতানির্ভর ছবি দিয়েই টিকে থাকার চেষ্টা!

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল রিয়া সেন। সেখানকার একটি শিল্পী পরিবারেই জন্ম গ্রহণ করেন তিনি। তার দিদিমা সুচিত্রা সেন, মা মুনমুন সেন এবং বোন রাইমা সেন। ‘বিষকন্যা’ চলচ্চিত্রে ১৯৯১ সালে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিষেক হয় রিয়ার। এরপর থেকে বহু সিনেমা, নাটকে অভিনয় করেছেন তিনি।

সেসব গল্পে চরিত্রের প্রয়োজনে হটরূপে ধরাও দিয়েছেন রিয়া সেন। তবে তা কখনোই মাত্রাতিরিক্ত ছিল না। এদিকে, এই সময়ে এসে কী হল রিয়ার? কখনো ছোট পোশাক, অন্তরঙ্গ দৃশ্য, হট-অন্তর্বাসে যৌন হাতছানি, অনর্গল সেক্স, বেডরুম সিনের মাখামাখি করতে দেখা গেছে তাকে। সম্প্রতি নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে রিয়া সেন অভিনীত ‘মিসম্যাচ ২’-এর  ট্রেলার। সেখানে এমন সব দৃশ্যে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

মজাদার গল্প তো বটেই! তার সঙ্গে উদ্দাম যৌনতার দৃশ্যে ভরপুর এই সিনেমাটি। সংলাপে টানটান উত্তেজনা। দুই জুটির প্রেম ও যৌনজীবন নিয়ে তৈরি হয়েছে এটি। এখানে রিয়া সেন অভিনয় করেছেন ভিন্ন এক চরিত্রে। তাকে অন্তর্বাস পরিহিত অবস্থা থেকে শুরু করে যৌনতার নানা দৃশ্যে দেখা যাবে। আর এর ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনার ঝড় শুরু হয়েছে।

অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন আবার অনেকেই করেছেন সমালোচনা। তবে রিয়া কী মনে করছেন? নায়িকার ভাষ্য, এই সিনেমাতে গল্পের প্রয়োজনেই আসলে যৌনদৃশ্যে কাজ করতে হয়েছে আমাকে। অনেকে এটা বাড়াবাড়ি বলতে পারেন। কিন্তু আমার কাছে ঠিকই মনে হয়েছে। আমার বিশ্বাস ‘মিসম্যাচ-২’ দেখে আনন্দ দেবে সবাইকে। কেউ নারাজ হবেন না, এটা নিশ্চিতভাবে বলতে পারি।

এদিকে, অনেকেই সমালোচনা করে বলেছেন সেন পরিবারের কলঙ্ক রিয়া সেন। এই ধরনের কাজ করা তার একদমই উচিত হয়নি। আবার অনেকেই বলছেন, কাজ নেই, তাই এসব করে কাজ খুঁজছেন তিনি।

তবে যে যাই বলুক, রিয়া সেন এর আগেও খোলামেলা রূপে ক্যামেরার সামনে হাজির হয়েছেন। তবে এবার একটু বেশিই করে ফেলেছেন তিনি। আর রিয়ার এমন উপস্থিতি অনেকের কাছে চমক হিসেবে আখ্যায়িত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
সংসদ অধিবেশন শুরু হচ্ছে কাল May 01, 2024
img
শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর May 01, 2024
img
ছয় অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা আফগানিস্তানের May 01, 2024
img
টানা তাপপ্রবাহ: অবশেষে ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস May 01, 2024
img
যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছি: প্রধানমন্ত্রী May 01, 2024
img
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা May 01, 2024
img
ইসরায়েল বিরোধী বিক্ষোভ: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গ্রেপ্তার অভিযান May 01, 2024
img
রাফাহতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ চায় জাতিসংঘ May 01, 2024
img
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু May 01, 2024
img
অভিজ্ঞ ব্যাটারকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার May 01, 2024