লাইফ সাপোর্টে অভিনেতা এ টি এম শামসুজ্জামান

প্রখ্যাত অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মঙ্গলবার বিকেল ৩টার পর একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তার ভাই সালেহ জামান সেলিম বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার অসুস্থ শামসুজ্জামানকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার পিত্তকোষে অপারেশন শেষে তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।

গুণী এ অভিনেতা ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার।

অভিনয়ের জন্য পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পেয়েছেন তিনি।

 

টাইমস/জেডটি

Share this news on: