আমার বোনের মৃত্যু দেশের জন্য লজ্জার : সারজিস

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘আমাদের বোনকে যেভাবে হারিয়েছি; এটি পুরো দেশের জন্য লজ্জার। যারা এই ঘটনায় দায়ী অবিলম্বে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশু আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমাদের বোন আছিয়াকে আমরা হারালাম। এটা শুধু আমাদের জন্য নয়, পুরো বাংলাদেশের লজ্জার। পুরো বাংলাদেশ, আমাদের বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী। যখন একজন মায়ের সন্তান হারানোর আহাজারি দেখি, তখন আমরা আমাদের জায়গা থেকে বাকরুদ্ধ হয়ে যাই।

আমাদের কিছু বলার থাকে না। এমন ঘটনা ইতিপূর্বে অসংখ্য বার হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারই বলি আর, বাংলাদেশের যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের কথাই বলি; আমাদের বোনকে যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা। সেটাকে যেকোনোভাবে ৯০ দিনের মধ্যে শেষ করা।

তিনি বলেন, ‘বাংলাদেশে পাঁচ-দশ বছর আগে আমাদের বোন, আছিয়ার মতো আরো যারা ধর্ষণের শিকার হয়েছিল, তাদের বিচারগুলো যদি নিশ্চিত হতো, তাহলে আমাদের বোন আছিয়াকে এভাবে হারাতে হতো না। আমাদের বিচারব্যবস্থায় নানা রকম হস্তক্ষেপ দেখেছি, এই বিচারব্যবস্থায় আমরা দীর্ঘসূত্রতা দেখেছি। সামগ্রিকভাবে একটা দেশে বিচারব্যবস্থা যেমন থাকা উচিত, সেটা আমরা দেখিনি। সেই জায়গা থেকে আমরা মনে করি, এখন সময় হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এর মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশের আমার আর কোনো বোনকে যেন হারাতে না হয়।

এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবার যদি আমরা এটা করতে না পারি, তাহলে দিনশেষে আমরা ব্যর্থ হয়ে যাব। কিন্তু আমরা আর এভাবে ব্যর্থ হতে চাই না। আমাদের মায়ের যে আহাজারি, বাবার পাগলপ্রায় অবস্থা, সেটা কখনো বলে প্রকাশ করা সম্ভব নয়। আমরা ওই ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই। আর ধর্ষণ নামক এই যে নৃশংস ঘটনা, এগুলো যেন আজকে থেকে বাংলাদেশে চিরতরে শেষ হয়ে যায়, সেই উপযুক্ত ব্যবস্থাগুলো দেখতে চাই।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আছিয়ার মা বারবার মূর্ছা যাচ্ছেন। তার হুঁশ আসার পর একই কথা বারবার বলছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। একজন উপদেষ্টা বলেছেন, প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এখানে শুধু ধর্ষণকাণ্ড সংঘটিত হয়েছে তা নয়। এর সঙ্গে যে নির্মমতা, পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার কার্যক্রম, সেই হত্যার অপরাধ এখানে সংঘটিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল বোন আছিয়ার দাফন সম্পন্ন হওয়ার আগেই, এই খুনি-ধর্ষকদের বিচারকার্য সম্পন্ন হওয়া। এটাই আমাদের আবেগ। কিন্তু আমাদের আইনের যে বাধ্যবাধকতা রয়েছে, সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে আশ্বস্ত করা হয়েছে, আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেয়া হবে, আগামী দিনে আর কোনো অপরাধই যেন এমন অপরাধ করার দুঃসাহস না দেখায়। আর কোনো আছিয়াকে আমাদের যেন হারাতে না হয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মামুনুল হক বলেন, ‘এখন পর্যন্ত সরকারকে অভিযুক্ত করার মতো কোনো ঘটনা সংঘটিত হয়নি। বরং সরকার সফলতার সঙ্গে অতি অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করেছে। আছিয়ার সর্বোচ্চ চিকিৎসার নিশ্চিত করেছে এবং অন্যান্য যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে। কাজেই আমরা সরকারকে সময় দিতে চাই। আমরা বলতে চাই, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে, তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাব।’

Share this news on:

সর্বশেষ

img
৭০ দিনে কোরআন মুখস্ত করল ৮ বছর বয়সী মারুফ Nov 24, 2025
img
ভালো দৃষ্টান্ত রেখে যাব: পরিবেশ উপদেষ্টা Nov 24, 2025
img
ই-পারিবারিক আদালতের মাধ্যমে দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে: আইন উপদেষ্টা Nov 24, 2025
img
উইলিয়ামসনকে নিয়েই দল ঘোষণা নিউজিল্যান্ডের Nov 24, 2025
img
বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম Nov 24, 2025
img
বাংলাদেশি কর্মী নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদি আরবের Nov 24, 2025
img
বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এনসিপির Nov 24, 2025
img
জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ নিয়ে নেটপাড়ায় চলছে আলোচনা Nov 24, 2025
img

মানবতাবিরোধী অপরাধ

সবুজ প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির ২ সেনা কর্মকর্তা Nov 24, 2025
img

রামপুরায় ২৮ হত্যা

বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ ৪ জনের শুনানি আজ Nov 24, 2025
img
‘এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার Nov 24, 2025
img
আমার পরিবার কঠিন দুঃসময় পার করছে : আবুল সরকারের মেয়ে Nov 24, 2025
img
প্রতারণা করা যায় বলে দাড়িপাল্লা বাতিল হয়ে গেছে: তারেক রহমান Nov 24, 2025
img

বাম জোটের কড়া বার্তা

বিদেশিদের সঙ্গে বন্দর চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাও Nov 24, 2025
img
গাইবান্ধায় কারাগারে পাঠানোর পর অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু Nov 24, 2025
img
রুক্মিণী মৈত্রের ছবি-সহ ‘পাত্র চাই’ লেখা পোস্টার! Nov 24, 2025
img
সৌদি আরবে ৩.৪ মাত্রার ভূমিকম্প, কাঁপল ইরাকও Nov 24, 2025
img
ফিনল্যান্ডে শুরু হয়েছে প্রবাসী ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া Nov 24, 2025
img
জামায়াতে ইসলামী ধর্ম ব্যবসায়ী দল : নীলা ইসরাফিল Nov 24, 2025
img
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান: মির্জা ফখরুল Nov 24, 2025