আমার বোনের মৃত্যু দেশের জন্য লজ্জার : সারজিস

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘আমাদের বোনকে যেভাবে হারিয়েছি; এটি পুরো দেশের জন্য লজ্জার। যারা এই ঘটনায় দায়ী অবিলম্বে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশু আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমাদের বোন আছিয়াকে আমরা হারালাম। এটা শুধু আমাদের জন্য নয়, পুরো বাংলাদেশের লজ্জার। পুরো বাংলাদেশ, আমাদের বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী। যখন একজন মায়ের সন্তান হারানোর আহাজারি দেখি, তখন আমরা আমাদের জায়গা থেকে বাকরুদ্ধ হয়ে যাই।

আমাদের কিছু বলার থাকে না। এমন ঘটনা ইতিপূর্বে অসংখ্য বার হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারই বলি আর, বাংলাদেশের যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের কথাই বলি; আমাদের বোনকে যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা। সেটাকে যেকোনোভাবে ৯০ দিনের মধ্যে শেষ করা।

তিনি বলেন, ‘বাংলাদেশে পাঁচ-দশ বছর আগে আমাদের বোন, আছিয়ার মতো আরো যারা ধর্ষণের শিকার হয়েছিল, তাদের বিচারগুলো যদি নিশ্চিত হতো, তাহলে আমাদের বোন আছিয়াকে এভাবে হারাতে হতো না। আমাদের বিচারব্যবস্থায় নানা রকম হস্তক্ষেপ দেখেছি, এই বিচারব্যবস্থায় আমরা দীর্ঘসূত্রতা দেখেছি। সামগ্রিকভাবে একটা দেশে বিচারব্যবস্থা যেমন থাকা উচিত, সেটা আমরা দেখিনি। সেই জায়গা থেকে আমরা মনে করি, এখন সময় হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এর মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশের আমার আর কোনো বোনকে যেন হারাতে না হয়।

এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবার যদি আমরা এটা করতে না পারি, তাহলে দিনশেষে আমরা ব্যর্থ হয়ে যাব। কিন্তু আমরা আর এভাবে ব্যর্থ হতে চাই না। আমাদের মায়ের যে আহাজারি, বাবার পাগলপ্রায় অবস্থা, সেটা কখনো বলে প্রকাশ করা সম্ভব নয়। আমরা ওই ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই। আর ধর্ষণ নামক এই যে নৃশংস ঘটনা, এগুলো যেন আজকে থেকে বাংলাদেশে চিরতরে শেষ হয়ে যায়, সেই উপযুক্ত ব্যবস্থাগুলো দেখতে চাই।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আছিয়ার মা বারবার মূর্ছা যাচ্ছেন। তার হুঁশ আসার পর একই কথা বারবার বলছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। একজন উপদেষ্টা বলেছেন, প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এখানে শুধু ধর্ষণকাণ্ড সংঘটিত হয়েছে তা নয়। এর সঙ্গে যে নির্মমতা, পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার কার্যক্রম, সেই হত্যার অপরাধ এখানে সংঘটিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল বোন আছিয়ার দাফন সম্পন্ন হওয়ার আগেই, এই খুনি-ধর্ষকদের বিচারকার্য সম্পন্ন হওয়া। এটাই আমাদের আবেগ। কিন্তু আমাদের আইনের যে বাধ্যবাধকতা রয়েছে, সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে আশ্বস্ত করা হয়েছে, আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেয়া হবে, আগামী দিনে আর কোনো অপরাধই যেন এমন অপরাধ করার দুঃসাহস না দেখায়। আর কোনো আছিয়াকে আমাদের যেন হারাতে না হয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মামুনুল হক বলেন, ‘এখন পর্যন্ত সরকারকে অভিযুক্ত করার মতো কোনো ঘটনা সংঘটিত হয়নি। বরং সরকার সফলতার সঙ্গে অতি অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করেছে। আছিয়ার সর্বোচ্চ চিকিৎসার নিশ্চিত করেছে এবং অন্যান্য যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে। কাজেই আমরা সরকারকে সময় দিতে চাই। আমরা বলতে চাই, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে, তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাব।’

Share this news on:

সর্বশেষ

img
ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর Jan 16, 2026
img
ভোট দিবা, ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবা: জামায়াত আমির Jan 16, 2026
img
এখন থেকে আমাদের প্রার্থীরা নির্দিষ্ট কোনো দলের না: নাহিদ ইসলাম Jan 16, 2026
আর্কটিকের শক্তি খেলা তীব্র হচ্ছে Jan 16, 2026
দুর্নীতি উৎখাতে তিতুমীরের চেতনায় জাগার আহ্বান জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী Jan 16, 2026
গ্রিনল্যান্ড ইস্যুতে চুক্তি স্থগিত ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আহ্বান Jan 16, 2026
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন উপদেষ্টা পরিষদে Jan 16, 2026
img
ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো Jan 16, 2026
ভাইরাল স্টোরিতে তোলপাড় বিটাউন Jan 16, 2026
নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে হাকিমির মরক্কো Jan 16, 2026
২০২৬ ফুটবল বিশ্বকাপে রেকর্ড পরিমান টিকিটের আবেদন Jan 16, 2026
ভারতের ভিসানীতির ফলে বিশ্বকাপের অর্ধেক দল বিপাকে Jan 16, 2026
img
৭৫ দেশে ট্রাম্পের ভিসা স্থগিত, ভুক্তভোগী হবেন কারা! Jan 16, 2026
img
কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় গিয়ে মায়ের গ্রেপ্তার দাবি Jan 16, 2026
img
এই প্রথম স্বাস্থ্যগত সমস্যায় পৃথিবীতে ফিরলেন চার নভোচারী Jan 16, 2026
img
ইরান থেকে নাগরিকদের ফিরিয়ে আনবে ভারত Jan 16, 2026
img
টিএসসিতে কাওয়ালির আসরে হামলার স্মরণে ডাকসুর ‘কাওয়ালি সন্ধ্যা’ আজ Jan 16, 2026
img
কি কারণে ১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি? Jan 16, 2026
img
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ Jan 16, 2026
img
১৪৭০৭ কোটির প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন মেসি? Jan 16, 2026