আমার বোনের মৃত্যু দেশের জন্য লজ্জার : সারজিস

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘আমাদের বোনকে যেভাবে হারিয়েছি; এটি পুরো দেশের জন্য লজ্জার। যারা এই ঘটনায় দায়ী অবিলম্বে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশু আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমাদের বোন আছিয়াকে আমরা হারালাম। এটা শুধু আমাদের জন্য নয়, পুরো বাংলাদেশের লজ্জার। পুরো বাংলাদেশ, আমাদের বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী। যখন একজন মায়ের সন্তান হারানোর আহাজারি দেখি, তখন আমরা আমাদের জায়গা থেকে বাকরুদ্ধ হয়ে যাই।

আমাদের কিছু বলার থাকে না। এমন ঘটনা ইতিপূর্বে অসংখ্য বার হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারই বলি আর, বাংলাদেশের যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের কথাই বলি; আমাদের বোনকে যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা। সেটাকে যেকোনোভাবে ৯০ দিনের মধ্যে শেষ করা।

তিনি বলেন, ‘বাংলাদেশে পাঁচ-দশ বছর আগে আমাদের বোন, আছিয়ার মতো আরো যারা ধর্ষণের শিকার হয়েছিল, তাদের বিচারগুলো যদি নিশ্চিত হতো, তাহলে আমাদের বোন আছিয়াকে এভাবে হারাতে হতো না। আমাদের বিচারব্যবস্থায় নানা রকম হস্তক্ষেপ দেখেছি, এই বিচারব্যবস্থায় আমরা দীর্ঘসূত্রতা দেখেছি। সামগ্রিকভাবে একটা দেশে বিচারব্যবস্থা যেমন থাকা উচিত, সেটা আমরা দেখিনি। সেই জায়গা থেকে আমরা মনে করি, এখন সময় হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এর মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশের আমার আর কোনো বোনকে যেন হারাতে না হয়।

এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবার যদি আমরা এটা করতে না পারি, তাহলে দিনশেষে আমরা ব্যর্থ হয়ে যাব। কিন্তু আমরা আর এভাবে ব্যর্থ হতে চাই না। আমাদের মায়ের যে আহাজারি, বাবার পাগলপ্রায় অবস্থা, সেটা কখনো বলে প্রকাশ করা সম্ভব নয়। আমরা ওই ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই। আর ধর্ষণ নামক এই যে নৃশংস ঘটনা, এগুলো যেন আজকে থেকে বাংলাদেশে চিরতরে শেষ হয়ে যায়, সেই উপযুক্ত ব্যবস্থাগুলো দেখতে চাই।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আছিয়ার মা বারবার মূর্ছা যাচ্ছেন। তার হুঁশ আসার পর একই কথা বারবার বলছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। একজন উপদেষ্টা বলেছেন, প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এখানে শুধু ধর্ষণকাণ্ড সংঘটিত হয়েছে তা নয়। এর সঙ্গে যে নির্মমতা, পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার কার্যক্রম, সেই হত্যার অপরাধ এখানে সংঘটিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল বোন আছিয়ার দাফন সম্পন্ন হওয়ার আগেই, এই খুনি-ধর্ষকদের বিচারকার্য সম্পন্ন হওয়া। এটাই আমাদের আবেগ। কিন্তু আমাদের আইনের যে বাধ্যবাধকতা রয়েছে, সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে আশ্বস্ত করা হয়েছে, আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেয়া হবে, আগামী দিনে আর কোনো অপরাধই যেন এমন অপরাধ করার দুঃসাহস না দেখায়। আর কোনো আছিয়াকে আমাদের যেন হারাতে না হয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মামুনুল হক বলেন, ‘এখন পর্যন্ত সরকারকে অভিযুক্ত করার মতো কোনো ঘটনা সংঘটিত হয়নি। বরং সরকার সফলতার সঙ্গে অতি অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করেছে। আছিয়ার সর্বোচ্চ চিকিৎসার নিশ্চিত করেছে এবং অন্যান্য যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে। কাজেই আমরা সরকারকে সময় দিতে চাই। আমরা বলতে চাই, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে, তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাব।’

Share this news on:

সর্বশেষ

img
শ্রাবন্তীর নামে হঠাৎ কী বললেন শুভশ্রী? Jan 12, 2026
img

চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের প্রশ্ন

নির্বাচন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে Jan 12, 2026
img
সালমানের সঙ্গে অভিনয় স্বপ্নপূরণের মতো: চিত্রাঙ্গদা সিং Jan 12, 2026
img
ধর্মান্ধদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান খায়রুল কবির খোকনের Jan 12, 2026
img
খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ Jan 12, 2026
img
আবারও ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা Jan 12, 2026
img
সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত Jan 12, 2026
img
২১ বছরের পথচলা, বিবাহবার্ষিকীতে স্মৃতির পাতায় ফাওয়াদ খান Jan 12, 2026
img
মায়ানমার থেকে আসা গুলিতে আহত স্কুলছাত্রী, টেকনাফে উত্তেজনা Jan 12, 2026
img
বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের Jan 12, 2026
img
রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক আদালতে আজ থেকে শুনানি শুরু Jan 12, 2026
img
শ্রীলংকায় বাংলাদেশের ‘রাক্ষস’ শুটিংয়ে সিয়াম-সুস্মিতা, কী বললেন পরিচালক? Jan 12, 2026
ইরানি জনগণের স্বাধীনতা কামনা ইসরায়েলের Jan 12, 2026
রাজশাহীতে বিজিবির দেওয়া কম্বল পেয়ে যা বললেন সীমান্তপাড়ের মানুষ Jan 12, 2026
মার্কিন সামরিক হামলার কঠোর জবাব দেবে তেহরান: ইরানি স্পিকার Jan 12, 2026
৩ মিনিটে জেনে নিন গণভোট কী এবং কেন? Jan 12, 2026
মোসাব্বির হত্যার কারণ জানাল ডিবি Jan 12, 2026
শান্ত-ওয়াসিম ঝ-ড়ে ১৭৮ রান করেও পাত্তা পেলো না রংপুর Jan 12, 2026
img
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট Jan 12, 2026
img
আসেন ওস্তাদ, আসেন: ছেলেকে উদ্দেশ্য করে মোহাম্মাদ নবি Jan 12, 2026