ভারতে ব্রিটিশ নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার

ভারতের রাজধানী নয়া দিল্লির মহিপালপুর এলাকায় একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে ধর্ষণের ঘটনা ঘটে গত মঙ্গলবার। এরপর ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত কৈলাস নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এছাড়া শ্লীলতাহানির অভিযোগে ওয়াসিম নামে কৈলাশের এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে।

এনডিটিভির উদ্ধৃতি দিয়ে ভারতের বার্তা সংস্থা এএনআই আজ এই খবর জানায়।

পুলিশ জানিয়েছে, ওই নারী মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। এরপর ইনস্টাগ্রামে কৈলাশ নামে এক যুবকের সঙ্গে তার বন্ধুত্ব হয়। তিনি কৈলাসকে ফোন দিয়ে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। কিন্তু কৈলাস জানান, তিনি যেতে পারবেন না এবং তাকে দিল্লি আসার জন্য বলেন।

পুলিশের বক্তব্য অনুযায়ী, এরপর ওই নারী গত মঙ্গলবার দিল্লি আসেন এবং মহিপালপুরের এক হোটেলে ওঠেন। তিনি তখন কৈলাসকে হোটেল আসতে বলেন। কৈলাস বন্ধু ওয়াসিমকে নিয়ে হোটেলে যান। এরপর ওইদিন রাতে কৈলাস তাকে ধর্ষণ করে।

পরদিন বুধবার সকালে ভুক্তভোগী ওই নারী দিল্লির বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর নিয়ম অনুযায়ী বিষয়টি ব্রিটিশ হাইকমিশনকে অবহিত করে পুলিশ।

গত সপ্তাহেই ভারতের কর্নাটকের কোপ্পালে হাম্পির কাছে এক ইসরাইলি পর্যটক ও স্থানীয় এক হোমস্টের মালিককে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে ওই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

এরপর গত রোববার তামিলনাড়ু থেকে তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইসঙ্গে আবারও প্রশ্নের মুখে পড়ে ভারতে বিদেশি নারী তথা ভ্রমণপিপাসুদের নিরাপত্তা। আতঙ্কে অনেকেই ওই এলাকা ছাড়ছেন বলেও খবর পাওয়া গেছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ রাজধানীতেই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটলো।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের মানুষ ভাগ্যবান, কারণ সমুদ্র আছে: প্রধান উপদেষ্টা Mar 14, 2025
img
বাংলাদেশি কূটনৈতিক এর বি স্ফো‘রক স্ট্যাটাস ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণ নিয়ে Mar 14, 2025
img
উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব Mar 14, 2025
img
ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে ফিরবেন এমবাপ্পে Mar 14, 2025
img
ময়মনসিংহে ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড় Mar 14, 2025
img
সংস্কার সংক্ষিপ্ত হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : প্রধান উপদেষ্টা Mar 14, 2025
img
আইপিএলের জন্য সব দেশের উচিত ক্রিকেটার না ছাড়া : ইনজামাম Mar 14, 2025
img
মাগুরায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা Mar 14, 2025
img
সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১ Mar 14, 2025
img
আরও ভয়ংকর রূপে আসছেন ‘অ্যালেন স্বপন’ Mar 14, 2025