মাকে নিজের লিভার দিয়ে ছেলে বললেন এটি ‘মা দিবসের উপহার’

হেপাটাইটিসে আক্রান্ত মা’কে নিজের লিভারের একটি অংশ উপহার দিলেন ছেলে। এটি তার জন্য ‘মা’ দিবসের উপহার। তবে প্রথমে ছেলের এমন উপহার নিতে চাননি মার্কিন যুক্তরাষ্ট্রের সল্টলেকের এ বাসিন্দা।  

যদিও ডাক্তাররা বলছেন, কয়েকমাস পর লিভার স্বাভাবিকভাবেই ৯০ ভাগ বৃদ্ধি পায়। সে ক্ষেত্রে মা ও ছেলের লিভার ফের নবজাতকের ন্যয় সচল ও সক্রিয় হবে। 

লিভার প্রতিস্থাপণের পর মা গেন ফিনলেসন বলেন,‘আমি মনে করি আমরা প্রতিদিন ভূমিতেই রয়েছি। এখান থেকে ভবিষ্যতের চিন্তা শুরু করবো। আমাদের আশা ও স্বপ্ন এখান থেকেই শুরু হবে।

৬৩ বছর বয়সী এ মায়ের লিভারে সংক্রমন হয় ১৯৯১ সালে। তখন ৪ বছর বয়সী শিশুর অটিমুনিন হেপাটাইটিস ধরা পড়ে। এবং তা শরীরের ইমিউন সিস্টেমের ফলে লিভার কোষগুলির বিরুদ্ধে লড়া শুরু করে। সেই সময়ই তাকে চিকিৎসকরা ভবিষ্যতে তার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন। তবে তার পর দুই দশক ধরে তিনি বেশ সুস্থই ছিলেন।

তিনি বলেন, আমি হাসপাতালে যাব এবং সেখানে অবস্থান করবো। শরীরের অবস্থা খুব দ্রুতই খারাপের দিকে যাচ্ছিল।

ফিনলেসন গত বছর ন্যাশনাল হসপিটালে যান এবং সেখানে একটি অঙ্গও পেয়ে যান। এরপর তিনি একটু নির্ভার বোধ করেন।

তবে তার ছেলে ব্রান্ডন নিজের লিভার দেওয়ার প্রস্তাব দিলে প্রথমে মা তা নিতে চাননি। কেননা ব্রান্ডনের নিজের পাঁচটি সন্তান রয়েছে।

এবং গেন ফিনলেসন এতটাই বেঁকে বসেন যে, এ ধরণের প্রস্তাবকে স্রেফ উড়িয়ে দেন তিনি। তিনি এ সময় এ বিষয়ে কোনো কথাও বলতে চাননি-যোগ করেন ব্রান্ডন। তবে তার বেশ কিছুদিন পর একটি অভিনব আইডিয়া বের করলাম। এবং তাকে কোনো প্রকার রাজি করানো হলো।

লিভার ট্রান্সপ্লান্টের জন্য প্রথমে চিকিৎসকরা একটি থ্রি-ডি মডেল প্রস্তুত করে। তার ফেব্রুয়ারিতে সার্জারি করা হয়। ডাক্তারদের কাছেও এটা ছিলো প্রথম কোনো অপারেশন। যেখানে একজন জীবীত লোকের লিভারের অংশ অন্য একজনের শরীরে ট্রান্সপ্লান্ট করা হয়। এ জন্য তারা ব্রান্ডনের শরীরে থ্রি-ডি প্রিন্টেড মডেলটির ব্যবহার করেন।

 চিকিৎসক ড. ম্যানুয়েল রদ্রিগুয়েজ বলেন, এক্ষেত্রে সাধারণত আমরা দাতার কাছ থেকে ডান লোব গ্রহণ করি। এবং সুস্থতার দিক থেকে অন্তত ৬০ ভাগ সুস্থ লিভার গ্রহণ করি।  তিনি বলেন, বর্তমানে থ্রি-ডি ইমেজিং ও থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে আমরা স্বস্থভাবে লিভার সার্জারি করতে পারি।  ডাক্তাররা আরো বলেন, গেন এবং ব্রান্ডনের লিভারগুলি আবার নবজাতক হয়ে উঠতে পারে। কেননা কয়েকমাস পর লিভার স্বাভাবিক আকারের প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পায়।

লিভার ট্রান্সপ্লান্টের পর এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গেন ফিনলেসন। তিনি জানান, এ বয়সেও তিনি প্রতিদিন অন্তত পাঁচ মাইল হাঁটছেন। ছেলের সম্পর্কে তিনি বলেন, এ অনুভূতি ব্যক্ত করার ভাষা আমার জানা নেই। আমি কৃতজ্ঞ যে সে এমন একজন মানুষ, যে এমন কিছু করবে।

তবে এমন কীর্তীর পরও বিষয়টিকে অনেকটা হাস্যরসেই পরিণত করলেন ছেলে ব্রান্ডন। তিনি বলেন, এমনটি তিনি কয়েক বছর ধরেই ভাবছিলেন। সর্বশেষ তিনি তা মা দিবসেই করতে পারলেন। এ যেন মা দিবসেরই উপহার।

 

টাইমস/এমএস

 

Share this news on:

সর্বশেষ

img
আর্থিক প্রতিষ্ঠানের প্রভিশন সংরক্ষণের নতুন নির্দেশনা জারি Jul 07, 2025
img
প্রিয়াঙ্কা ভট্টাচার্জী এবার 'গৌরী' চরিত্রে! প্রথম লুক ও টিজার পোস্টার প্রকাশ Jul 07, 2025
img
আমার মেয়ের মনে হয়েছে, মায়ের একজন জীবনসঙ্গী দরকার: বাঁধন Jul 07, 2025
img
এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগ, বহিষ্কার ৪৩ শিক্ষার্থী ও ৪ শিক্ষক Jul 07, 2025
img
"আপনারা বেনজীর বা হারুন হবেন না"- ডিসি-এসপিদের হাসনাতের সতর্কবার্তা Jul 07, 2025
img
হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ Jul 07, 2025
img
‘ধুরন্ধর’-এর টিজার, আর তাতেই শুরু হয়েছে চর্চা, তুলনা আর তীব্র উত্তেজনা Jul 07, 2025
img
মুক্তির ৩য় দিনেই অনুরাগের বড় সাফল্য, 'মেট্রো ইন দিনো’ ছাড়িয়ে গেল ‘লাইফ ইন এ মেট্রো’ কে Jul 07, 2025
‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব! প্রশ্ন নৈতিকতার Jul 07, 2025
img
মঙ্গলবার থেকে ৬ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট Jul 07, 2025
img
‘জগ্গা যাসুস’ কেবল ছবি নয়, ছিল রণবীর-অনুরাগের ভালোবাসার এক প্রকল্প Jul 07, 2025
img
১১ বছর বয়সেই বন্ধুর সঙ্গে পালাতে চেয়েছিলেন কাজল! Jul 07, 2025
img
রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও গুণগত পরিবর্তন ছাড়া কোনো নীতিমালাই কাজে আসবে না: গভর্নর Jul 07, 2025
img
ব্যারিস্টার আনিসুল, রুহুল আমিন ও মুজিবুল হক চুন্নুকে জাপার সকল পদ থেকে অব্যাহতি Jul 07, 2025
img
সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ডোনা গাঙ্গুলীর চরিত্রে কি মিমি চক্রবর্তী? Jul 07, 2025
img
শাহরুখকে ছাড়া অসম্ভব ‘ডন ৩’, রণবীরকে কি মাশুল দিতে হচ্ছে এই চরিত্রের জন্য? Jul 07, 2025
img
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা Jul 07, 2025
img
পররাষ্ট্র উপদেষ্টা যাচ্ছেন মালয়েশিয়া, সুযোগ পেলে আটক বাংলাদেশিদের প্রসঙ্গে আলোচনার ইচ্ছা Jul 07, 2025
ভালো মুসলিম হওয়ার উপায় | ইসলামিক টিপস Jul 07, 2025
img
দায়িত্বে অবহেলার কারণে ঢাবি ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি Jul 07, 2025