বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে ইপিজেড মোড়ে অবস্থান নেন পোশাক শ্রমিকেরা। তারা বকেয়া বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন।
রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) সড়কে অবস্থান করছেন শ্রমিকেরা। যদিও পুলিশ বলছে, শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বেতন পরিশোধের বিষয়েও পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
এর আগে শনিবারও সড়ক অবরোধ করেছিল তারা। ওই দিন পুলিশ ও বেপজার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।
এদিকে সড়ক অবরোধের ফলে নগরের স্টিল মিল পর্যন্ত সড়কের উভয়পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে বন্দর-পতেঙ্গার সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে। পতেঙ্গা এলাকার বিভিন্ন কনটেইনার ডিপো থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক-লরিও আটকা পড়েছে যানজটে। যানজটের প্রভাব পড়ছে নগরীর অন্যতম ব্যস্ত এলাকা আগ্রাবাদেও।
শ্রমিকদের দাবি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া রেখেছে মালিকপক্ষ। এই বকেয়া পরিশোধ নিয়ে মালিকপক্ষ বরাবর সময় দিলেও কালক্ষেপণ করছে তারা। যার কারণে সড়ক অবরোধ করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ‘জেএমএস গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আগামীকাল তাদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে মালিকপক্ষ। আশা করছি দ্রুত তারা সড়ক থেকে সরে যাবে।’
এমআর/টিএ