সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সোমবার (২৪ মার্চ) কারখানা দুটির মূল ফটকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা।
এ সময় তারা ভেতরে প্রবেশ করতে না পেরে কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারী শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে পার্শ্ববর্তী আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।পরে কিছুক্ষণ শ্রমিকরা কারখানা দুটির সামনে অবস্থান নিয়ে বাড়ি চলে যান।
শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ক্রস ওয়ার গার্মেন্টেসের শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালনসহ আন্দোলন করে আসছিলেন। মালিকপক্ষ আগামী ২৭ তারিখে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়ার পরও শ্রমিকরা তা না মানায় কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে মালিকপক্ষ সোমবার থেকে কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, ‘কারখানা খুলে দেওয়ার জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আগামীকাল থেকে কারখানা খুলে দেওয়াসহ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জন্য কাজ করছি। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এমআর/টিএ