পল্লবীতে আবাসিক ভবনে আগুন, ৭০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

রাজধানীর পল্লবীর একটি আবাসিক ভবনের রান্নাঘরে অগ্নিকাণ্ডে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিসের কাছে খবর আছে বর্ধিত পল্লবীর ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের আটতলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওই খবরে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৩২ মিনিটে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনে আগুন ও ধোঁয়ায় মারা যান ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।


এসএস/টিএ

Share this news on: