মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলাগুলি, আহত বেশ কয়েকজন

খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় পুলিশ, নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে। রোববার (৩০ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে এই অভিযান পরিচালনা করা হয়।
 
এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে। এসময় একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি জব্দ কেরা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, প্রথমে সংবাদ পাই সন্ত্রাসীরা ঘটনাস্থলে মিটিং করছে। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনীকে সহায়তা দেওয়া হয়। যৌথ বাহিনী এসে ঘেরাও করে।
 
এসময় সন্ত্রাসীরা আমাদের ওপর গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ৪ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলছে, অস্ত্র-গুলি ও আরও সন্ত্রাসী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওরা এখনও গুলি করছে, আমরাও গুলি করছি।

এমআর


Share this news on:

সর্বশেষ